ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

নিজেকে মেলে ধরবেন নাসুম, আশা নান্নুর

ক্রীড়া প্রতিবেদক, কক্সবাজার থেকে || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৭, ১৯ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ২০:০৬, ১৯ ফেব্রুয়ারি ২০২১
নিজেকে মেলে ধরবেন নাসুম, আশা নান্নুর

নিউজিল্যান্ড সফরে বাংলাদেশের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে সুযোগ পেয়েছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি ম্যাচের সিরিজকে সামনে রেখে শুক্রবার ২০ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

নাসুম এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে গত বছরে টি-টোয়েন্টি দলে সুযোগ পেলেও এই প্রথম ডাক পেয়েছেন ওয়ানডে দলে। তবে সেবার টি-টোয়েন্টি স্কোয়াডে থাকলেও অভিষেক হয়নি তার। বিপিএলে দুর্দান্ত পারফরম্যান্স করে নজরে আসা নাসুম আন্তর্জাতিক ক্রিকেটে নিজেকে মেলে ধরবেন বলে আশা প্রকাশ করেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

দল ঘোষণার পরে কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এমন প্রত্যাশার কথা জানান প্রধান নির্বাচক। চলমান লিজেন্ডস চ্যাম্পিয়ন্স ট্রফি পাওয়ার্ড বাই ওয়ালটন টুর্নামেন্টে খেলতে কক্সবাজারে অবস্থান করছেন তিনি। 

প্রধান নির্বাচক বলেন, ‘নাসুমকে টি-টোয়েন্টি ফরম্যাটের ভাবনায় রেখেছি। ঘরোয়াতেও ওর পারফরম্যান্স যথেষ্ট ভালো। আশা করছি, আন্তর্জাতিক অঙ্গনে নাসুম নিজেকে মেলে ধরতে পারবে।’

গত বছরের মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছিলেন ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্স করা নাসুম। দলে সুযোগ পেতে কাজ করেছে বঙ্গবন্ধু বিপিএলে তার দারুণ পারফরম্যান্স। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে ওভারপ্রতি ৭.২৬ রান নিয়ে নাসুম উইকেট পান ৬টি। ১১ রান খরচে ২ উইকেট ছিল সেরা বোলিং ফিগার। সর্বশেষ খেলেছেন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে। এখানে ১০ ম্যাচে নেন ৪ উইকেট।

নাসুম প্রথম শ্রেণির ক্রিকেটে ২০ ম্যাচে নেন ৭৫ উইকেট। এছাড়া, লিস্ট এ’তে ৩৭ ম্যাচে ৪৫ ও স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে ২৭ ম্যাচে নেন ১২ উইকেট।

কক্সবাজার/রিয়াদ/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়