ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

উইন্ডিজ সফরের আগের দিন লঙ্কান পেসারের করোনা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৪, ২২ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ১৮:০৯, ২২ ফেব্রুয়ারি ২০২১
উইন্ডিজ সফরের আগের দিন লঙ্কান পেসারের করোনা

এই মাসের শুরুর দিকে শ্রীলঙ্কার কোচ মিকি আর্থার ও ব্যাটসম্যান লাহিরু থিরিমান্নের করোনাভাইরাস পজিটিভ হয়। তাতে করে ওয়েস্ট ইন্ডিজ সফর কয়েক দিন পিছিয়ে দেওয়া হয়। এবার সফরের একদিন আগে আবার করোনা হানা দিলো লঙ্কান ক্রিকেট ক্যাম্পে।

তিনটি টি-টোয়েন্টি, তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলতে আগামীকাল মঙ্গলবার দেশ ছাড়ার কথা শ্রীলঙ্কার। আজ সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে শ্রীলঙ্কা ক্রিকেট জানায় এই সফরের দলে থাকা পেসার লাহিরু কুমারার করোনা পজিটিভ হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘গতকালকের (রোববার) পিসিআর টেস্টে তার করোনা শনাক্ত হয়েছে। পজিটিভ হওয়ার পর পর সরকারের স্বাস্থ্যবিধি মেনে চলতে বলা হয়েছে লাহিরু কুমারাকে। প্রটোকল মেনে যা করা দরকার তা অব্যাহত রাখবে শ্রীলঙ্কা ক্রিকেট।’

আগামী ৩ থেকে ১৪ মার্চ হবে সীমিত ওভারের ছয়টি ম্যাচ। করোনা ধরা পড়ায় নিশ্চিতভাবে কুমারা এই টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজে খেলবেন না। তবে ২১ মার্চ থেকে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজে হয়তো তাকে দেখা যাবে, তার আগে সেরে উঠতে হবে তাকে।

ঢাকা/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়