ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

রোনালদোকে কেনা জুভেন্টাসের ভুল! 

ক্রীড়া ডেস্ক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২০, ২৮ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ০৯:২৮, ২৮ ফেব্রুয়ারি ২০২১
রোনালদোকে কেনা জুভেন্টাসের ভুল! 

বহু রাখডাক দিয়ে পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোকে দলে ভিড়িয়েছে জুভেন্টাস। চ্যাম্পিয়নস লিগের ট্রফি তুরিনে নিয়ে আসার লক্ষ্যে বড় অঙ্কের টাকায় তাকে কিনে নেয় ওল্ড লেডিরা।

আর এতেই জুভেন্টাসের ভুল দেখছেন ইতালির সাবেক  ফরোয়ার্ড অ্যান্টেনিও ক্যাসানো।

রোম ভিত্তিক জাতীয় ক্রীড়া দৈনিকে ক্যাসানো বলেন ‘জুভেন্টাস রোনালোদোকে দলে নিয়ে আসে চ্যাম্পিয়নস লিগের ট্রফি জয়ের জন্য। কিন্তু তার সময়ে আগের তুলনায় জুভেন্টাস আরও বেশি খারাপ করছে। তাকে ছাড়াই সিরি আ জিততে পারে জুভেন্টাস, এটা ভুল সিদ্ধান্ত।’

২০১৮ সালে ওল্ড লেডিদের হয়ে খেলা শুরু করেন রোনালদো। সিআরসেভেন দলে যোগ দেওয়ার পর থেকে টানা দুটি সিরিআ ট্রফি জেতে জুভেন্টাস। ২০১৯ সালে রোনালদো নির্বাচিত হন সিরিআ ম্যান অব দ্য প্লেয়ার।

তবে চ্যাম্পিয়নস লিগে ফলাফল হতাশ জনক। গত দুই আসরে শেষ ষোলো থেকে বাদ পড়তে হয়েছে। এবারও খুব একটা সুবিধাজনক অবস্থায় নেই। পোর্তোর বিপক্ষে শেষ ষোলোর প্রথম লেগে রোনালদোরা হেরেছেন ২-১ গোলে। দ্বিতীয় লেগের খেলা হবে ৯ মার্চ; ঘরের মাঠে এই ম্যাচে জয় ছাড়া কোনো বিকল্প নেই।

জুভেন্টাসের হয়ে এখন পর্যন্ত সব ধরনের প্রতিযোগিতায় ১১৮ ম্যাচে ৯১ গোল করেছেন রোনালদো। ক্যাসানোর মতে, গোল করায় রোনালদো খুবই দক্ষ ও অভিজ্ঞ। কিন্তু জুভেন্টাস কোচ আন্দ্রে পিরলোর  ভাবনার সঙ্গে সে খাপ খাওয়াতে পারবে না। 

ঢাকা/রিয়াদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়