ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডেতে নেই টেলর

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১০, ১৭ মার্চ ২০২১   আপডেট: ০৫:৩৬, ১৮ মার্চ ২০২১
বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডেতে নেই টেলর

আগামী শনিবার ডানেডিনে বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডেতে দেশের শীর্ষ ব্যাটসম্যানকে দলে পাচ্ছে না নিউ জিল্যান্ড। তাতে করে প্রথম ম্যাচে দুজনের অভিষেক হওয়ার দরজা খুলে গেলো।

হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন টেলর। তবে দলের সঙ্গে থাকবেন তিনি। শেষ দুটি ম্যাচে তাকে পাওয়ার আশা।

টেলরের বিকল্প হিসেবে দলে নেওয়া হয়েছে মার্ক চ্যাপম্যানকে। তবে এই ব্যাটসম্যানের অনুপস্থিতিতে প্রথমবার ক্যাপ পেতে পারেন ডেভন কনওয়ে ও উইল ইয়াং।

কেন উইলিয়ামসনের অনুপস্থিতিতে এরই মধ্যে কনওয়ে দলে জায়গা পাওয়ার দৌড়ে এগিয়ে। আর টেলরের বদলে দেখা যেতে পারে ইয়াংকে।

২০১৪ সালের পর প্রথমবার ওয়ানডে সিরিজ শুরুর ম্যাচে একাদশে দেখা যাবে না উইলিয়ামসন ও টেলরের কাউকেই।

নিউ জিল্যান্ড কোচ গ্যারি স্টিড বলেছেন, ‘সিরিজ শুরুর ঠিক আগে এমনটা হওয়া রসের জন্য কষ্টের। এটা ছোটখাটো চোট। আমরা আশাবাদী কিছু বিশ্রাম নেওয়া ও পুনর্বাসন শেষে ক্রাইস্টচার্চের দ্বিতীয় ম্যাচে তাকে ফিট পাবো।’
 

ঢাকা/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়