ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

ক্ষমা চাইতে বলা নিয়ে শাহরুখের টুইটে রাসেলের জবাব

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৭, ১৪ এপ্রিল ২০২১  
ক্ষমা চাইতে বলা নিয়ে শাহরুখের টুইটে রাসেলের জবাব

আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ১৫৩ রানের লক্ষ্যে নামার পর চালকের আসনে ছিল কলকাতা নাইট রাইডার্স। রাহুল চাহারের স্পিনে নাকাল হলেও শেষ দুই ওভারে দরকার ছিল ১৯ রান। কিন্তু ১০ রানের অবিশ্বাস্য হার মানে দুইবারের সাবেক চ্যাম্পিয়নরা। এই হারের পর বলিউড অভিনেতা ও কলকাতার যৌথ মালিক শাহরুখ খান তার দলকে ভক্তদের কাছে ক্ষমা চাইতে বলেন। এ নিয়ে ম্যাচ শেষে জবাব দেন বল হাতে পাঁচ উইকেট নেওয়া পেসার আন্দ্রে রাসেল।

রান তাড়া করতে নেমে ১৫ ওভার শেষে কলকাতার স্কোর ছিল ৪ উইকেটে ১২২। শেষ পাঁচ ওভারে ছয় উইকেট হাতে রেখে প্রয়োজন ৩১ রান। এমন ম্যাচেও হারের পর শাহরুখ টুইটারে লিখেছেন, ‘হতাশাজনক পারফরম্যান্স। অন্তত সব ভক্তের কাছে ক্ষমা চাই বলা উচিত কলকাতা নাইট রাইডার্সের।’

ম্যাচ শেষে শাহরুখের এই টুইট নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে রাসেল বলেছেন, ‘হ্যাঁ, আমি ওই (শাহরুখের) টুইটে সহমত। কিন্তু দিন শেষে এটা ক্রিকেট খেলা। খেলা শেষ না হওয়া পর্যন্ত কোনও কিছুই নিশ্চিত নয় এখানে।’ মাত্র ২ ওভারে ৫ উইকেট নেওয়া উইন্ডিজ ক্রিকেটার দুইবার জীবন পেয়েও শেষ পাঁচ ওভারে মারতে পারেননি একটিও বাউন্ডারি। শেষ ওভারে ট্রেন্ট বোল্টকে ফিরতি ক্যাচ দেন ১৫ বলে ৯ রান করে।

দলের আত্মবিশ্বাসে বড় ধাক্কা লেগেছে বলে রাসেল মনে করেন না, ‘আমি মনে করি এখনও আমরা আত্মবিশ্বাসী। আমরা ভালো ক্রিকেট খেলেছিলাম এবং ছেলেদের নিয়ে আমি গর্বিত। আমরা অবশ্যই হথাশ কিন্তু এটাই তো শেষ নয়। কেবল দ্বিতীয় ম্যাচ খেলছি আমরা এবং এখান থেকে শিক্ষা নিয়ে আমরা এগোবো।’

শেষ মুহূর্তে ম্যাচ হাতছাড়া হওয়ার অভিজ্ঞতা আগেও হয়েছে জানালেন কলকাতার এই অলরাউন্ডার, ‘এটাই তো ক্রিকেট। আমি শতাধিক টি-টোয়েন্টি খেলেছি এবং কিছু ম্যাচ দেখেছি যেখানে চালকের আসনে থাকা দল হঠাৎ করে বেশ কয়েকটি উইকেট হারায়। তাতে জয়ও হাতছাড়া হয়। আজ রাতে তেমন কিছু হয়েছে। এই ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে আমরা অবশ্যই ভালো করবো। ছেলেদের ওপর আমার বিশ্বাস ও ভরসা আছে।’

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ