ঢাকা     মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৭ ১৪৩১

শ্রীলঙ্কা-বাংলাদেশ সিরিজ সরাসরি দেখাবে যে চ্যানেল

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩১, ২০ এপ্রিল ২০২১   আপডেট: ২১:১০, ২০ এপ্রিল ২০২১
শ্রীলঙ্কা-বাংলাদেশ সিরিজ সরাসরি দেখাবে যে চ্যানেল

দুয়ারে কড়া নাড়ছে ওয়ালটন শ্রীলঙ্কা-বাংলাদেশ টেস্ট সিরিজ। বুধবার (২১ এপ্রিল) থেকে শুরু হবে দুই ম্যাচের এই সিরিজ। 

ক্যান্ডির পাল্লাকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায়।

ম্যাচটি সরাসরি বাংলাদেশের চ্যানেল গাজী টিভি ও টি-স্পোর্টসে দেখা যাবে। এ ছাড়া সনি নেটওয়ার্কে দেখা যাবে শ্রীলঙ্কা-বাংলাদেশের সাদা পোশাকের এই লড়াই।

খেলা দেখা যাবে অনলাইনেও। টি-স্পোর্টসের অফিসিয়াল ইউটউব চ্যানেলে ও র‍্যাবিটহোল স্পোর্টসে দেখা যাবে শ্রীলঙ্কা-বাংলাদেশ সিরিজ।

দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টের জন্য শরিফুল ইসলামকে দলে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এ ছাড়া শ্রীলঙ্কা অ্যাঞ্জেলো ম্যাথুজকে দলে রেখে ১৮ সদস্যের দল ঘোষণা করে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ছিলেন না ম্যাথুজ।

পারিবারিক কারণে একটি ওয়ানডে খেলে সরে দাঁড়ান সাবেক অধিনায়ক। তবে বাংলাদেশের বিপক্ষে দুই টেস্ট সিরিজের দলে ফিরেছেন ম্যাথুজ।

ঢাকা/রিয়াদ/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ