ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

প্রিমিয়ার লিগের শেষ দুই রাউন্ডে ফিরবে দর্শক!

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩০, ৫ মে ২০২১  
প্রিমিয়ার লিগের শেষ দুই রাউন্ডে ফিরবে দর্শক!

করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে দর্শকশূন্য স্টেডিয়ামে হয়েছে ইংল্যান্ডের ঘরোয়া ফুটবল ম্যাচ। সরকার লকডাউন শিথিলের আভাস দেওয়ায় ইংলিশ প্রিমিয়ার লিগে ফের দর্শক ফেরানোর কথা ভাবা হচ্ছে।

প্রিমিয়ার লিগ এক বিবৃতিতে ঘোষণা দিয়েছে, আগামী ১০ মে লকডাউন তৃতীয় স্তরে নামিয়ে আনার ঘোষণা দিতে যাচ্ছে ব্রিটিশ সরকার। ওই ঘোষণার ভিত্তিতে লিগের শেষ দুই রাউন্ডের খেলায় শুধুমাত্র স্বাগতিক ক্লাবের দর্শকরা উপস্থিত থাকতে পারবেন।

আগামী ১৮-১৯ মে থেকে শুরু হবে ৩৭তম রাউন্ডের খেলা। আর ২৩ মে হবে শেষ রাউন্ডের ম্যাচ। এই দুই রাউন্ডে৩ ১৯ দলের প্রত্যেকে অন্তত একটি করে ম্যাচ ঘরের মাঠে খেলবে।

এই সময়ে স্টেডিয়ামে সবাইকে সামাজিক দূরত্ব মানার পাশাপাশি মাস্ক পরা বাধ্যতামূলক থাকবে। প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষের আশা, নতুন মৌসুম থেকে দর্শকে পরিপূর্ণ থাকবে স্টেডিয়াম।

ঢাকা/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ