ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

অভাবগ্রস্তদের এন৯৫ মাস্ক কিনে দিতে চান অশ্বিন

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৪, ৭ মে ২০২১  
অভাবগ্রস্তদের এন৯৫ মাস্ক কিনে দিতে চান অশ্বিন

পরিবারের ১০ জন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর আইপিএল থেকে সরে দাঁড়ান দিল্লি ক্যাপিটালসের স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। ভারতে করোনার তীব্রতায় শেষ পর্যন্ত স্থগিত হয়ে গেছে এই টুর্নামেন্ট। এই কঠিন সময়ে যে যার সাধ্যমতো সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছেন, অশ্বিনও হাত গুটিয়ে বসে থাকতে চান না।

মহামারির এই দ্বিতীয় ঢেউয়ের সময় অভাবগ্রস্তদের এন৯৫ মাস্ক কিনে দিতে চান এই ভারতীয় স্পিনার। কীভাবে এই জনহিতকর কাজের বাস্তবায়ন করা যায় তা জানতে চেয়েছেন ফলোয়ারদের কাছে। অশ্বিন টুইট করে তার ভক্তদের দুটি মাস্ক পরার আহ্বান জানান। কাপড়ের মাস্ক এড়িয়ে চলতে বলেন। তার এই পোস্টের সূত্র ধরে এক টুইটার ইউজার জানান, এন৯৫ মাস্ক দেশের অনেকের কেনার সামর্থ্য নেই। তখন অশ্বিন অভাবগ্রস্তদের জন্য এটা কিনে দেওয়ার পদক্ষেপ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেন।

অশ্বিন লিখেছেন, ‘এন৯৫ মাস্ক ধোয়া যায় এবং পুনরায় ব্যবহার করা যায়। যাদের এটা কেনার সামর্থ্য নেই আমি তাদের এটা কিনে দিতে পারলে খুব খুশি হতাম। দয়া করে জানান কীভাবে এটা আমি সরবরাহ করতে পারি।’

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়