ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

মুশফিকের পর ফিলিস্তিনিদের পাশে সাব্বির-সানি-রোমান

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৭, ১৯ মে ২০২১  
মুশফিকের পর ফিলিস্তিনিদের পাশে সাব্বির-সানি-রোমান

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে সরব হয়ে উঠেছে বাংলাদেশের ক্রীড়াঙ্গন। একদিন আগে মুশফিকুর রহিম ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেন। এবার একই পথে হেঁটেছেন আরও দুই বাংলাদেশি ক্রিকেটার সাব্বির রহমান ও আরাফাত সানি এবং আর্চার রোমান সানা।

বুধবার (১৯ মে) দুপুরের দিকে সাব্বির তার অফিশিয়াল ফেসবুক পেজে ‘সেভ প্যালেস্টাইন’ লেখা উত্তোলিত মুষ্টিবদ্ধ হাতের ছবি দেন। এর ক্যাপশনে লেখা ছিল, ‘আমি সাব্বির রহমান, বাংলাদেশ থেকে ফিলিস্তিনিদের পাশে দাঁড়াচ্ছি।’

এই পোস্ট মিনিটখানেকের মধ্যে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে শেয়ার দেন সানি। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘দেখে ভালো লাগছে আমাদের ক্রিকেটাররা ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাচ্ছেন।’

বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপ খেলতে সুইজারল্যান্ডে অবস্থান করছেন রোমান সানা। বাংলাদেশি এই তিরন্দাজও ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়েছেন। নিজের ফেসবুক পেজে তিনি লিখেছেন, ‘আসসালামুআলাইকুম.. হ্যাশট্যাগ কেন দেবো? কেয়ামতের দিন আল্লাহ জিজ্ঞেস করলে যেন বলতে পারি জীবন দিতে পারি নাই কিন্তু মজলুম ভাইদের পাশে থেকে ইসলামের পক্ষে ছিলাম!’ পরে সেভ প্যালেস্টাইন, সেভ মুসলিমস, বাংলাদেশ উইথ প্যালেস্টাইনসহ একাধিক হ্যাশট্যাগ দেন তিনি। শেষে লিখেছেন, ‘আল্লাহ ফিলিস্তিনকে হেফাজত করুন, আমিন!’

মঙ্গলবার রাতে সবার আগে মুশফিক তার পোস্টে লিখেছিলেন, ‘আমি মুশফিকুর রহিম, বাংলাদেশ থেকে ফিলিস্তিনিদের সঙ্গে দাঁড়াচ্ছি।’

গত আট দিন দিন ধরে গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল। হামলায় এ পর্যন্ত ২১২ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এদের মধ্যে ৬২ জনই শিশু। এছাড়া বাস্তুচ্যুত হয়েছেন ৫২ হাজারের বেশি ফিলিস্তিনি।

এর আগে ইসরায়েলি হামলার প্রতিবাদে সরব ছিলেন বিভিন্ন দেশের ফুটবলাররা। ফিলিস্তিনিদের ওপর অমানবিক নির্যাতন বন্ধে ব্রিটেনের প্রধানমন্ত্রীকে দ্রুত ব্যবস্থা নিতে আহ্বান জানান লিভারপুলের মিশরীয় ফরোয়ার্ড মোহামেদ সালাহ। তার ক্লাব সতীর্থ ও সেনেগালিজ ফরোয়ার্ড সাদিও মানে একটি ছবি টুইট করেছেন, যাতে লেখা ছিল, ‘ফ্রি প্যালেস্টাইন’।

এছাড়া চিলির একটি ফুটবল ক্লাবও এই আগ্রাসনের প্রতিবাদ জানায়। কদিন আগে এফএ কাপ ফাইনালে চেলসিকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়া লেস্টার সিটির বাংলাদেশি বংশোদ্ভুত হামজা চৌধুরী ফিলিস্তিনের পতাকা হাতে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানান। এবার তাদের পথে হাঁটলেন বাংলাদেশের তারকা খেলোয়াড়রাও।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়