ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

অলিম্পিকের ইতিহাসে স্কেটবোর্ডিংয়ে প্রথম সোনা হরিগোমের

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০০, ২৫ জুলাই ২০২১   আপডেট: ১৯:১১, ২৫ জুলাই ২০২১
অলিম্পিকের ইতিহাসে স্কেটবোর্ডিংয়ে প্রথম সোনা হরিগোমের

এবারের টোকিও অলিম্পিকে চারটি নতুন খেলা যুক্ত হয়েছিল; এর মধ্যে স্কেটবোর্ডিংয়ে প্রথম সোনা জেতেন আয়োজক জাপানের হরিগোমে ইউতো। নতুন করে যুক্ত হওয়া বাকি তিনটি খেলা হলো কারাতে, সার্ফিং ও স্পোর্ট ক্লাইম্বিং।

রোববার (২৫ জুলাই) সকালে হওয়া ম্যানস স্ট্রিট স্কেটবোর্ডিংয়ে রূপা জেতেন ব্রাজিলের কেলভিন হফলার ও যুক্তরাষ্ট্রের জ্যাগার এটন ব্রোঞ্জ পদক জেতেন।

২ রান ও ৫টি ট্রিক শেষে  হরিগোমের পয়েন্ট সর্বোচ্চ ৩৭.১৮। এ ছাড়া হফলারের ৩৬.১৫ ও জ্যাগারের পয়েন্ট ৩৫.৩৫। ৮ জনের মধ্যে অনুষ্ঠিত হয়েছিল স্কেটবোর্ডিংয়ের ফাইনাল।

সোনা জয়ী ২২ বছর বয়সী হরিগোমে স্কেটবোর্ডিংয়ে ক্যারিয়ার গড়ার জন্য চলে যান যুক্তরাষ্ট্রে। এখানে ফিরেই মেডেল জিতে উচ্ছ্বসিত এই অ্যাথলেট।

হরিগোমে বলেন, 'আমার জন্য কোটো ওয়ার্ডে (টোকিওর একটি বিশেষ ওয়ার্ড) ফেরা অনেক তাৎপর্যপূর্ণ। আমি অনেক ভালো অনুভব করছি।'

ঢাকা/রিয়াদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ