ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

তামিমকে দলে নিয়ে ফিল্ডিংয়ে ভৈরহাওয়া

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৭, ২৬ সেপ্টেম্বর ২০২১   আপডেট: ১৪:৫২, ২৬ সেপ্টেম্বর ২০২১
তামিমকে দলে নিয়ে ফিল্ডিংয়ে ভৈরহাওয়া

এভারেস্ট প্রিমিয়ার লিগের দ্বিতীয় দিনে পোখারা রাইনোসের বিপক্ষে উদ্বোধনী ম্যাচ খেলতে নেমেছে ভৈরহাওয়া গ্ল্যাডিয়েটর্স। এই ম্যাচে একাদশে আছেন বাংলাদেশের বাঁহাতি ওপেনার তামিম ইকবাল। তাতে করে দুই মাসেরও বেশি সময় পর আবার মাঠে তিনি। ২০ ‍জুলাই জিম্বাবুয়ের বিপক্ষে শেষবার ওয়ানডেতে ব্যাট হাতে দেখা যায় তাকে।

নেপালের কীর্তিপুরে ত্রিভুবন ইউনিভার্সিটি আন্তর্জাতিক ক্রিকেট গ্রাউন্ডের এই ম্যাচে টস হেরে ফিল্ডিং পেয়েছে তামিমদের দল। এরই মধ্যে ৯ ওভারের খেলা হয়েছে, যেখানে দাপট ভৈরহাওয়ার বোলারদের। ৯ ওভারে ৫৭ রানে ৭ উইকেট তুলে নিয়েছে তারা।

শ্রীলঙ্কার ক্রিকেটার উপুল থারাঙ্গা ও ধাম্মিকা প্রসাদকে সতীর্থ হিসেবে পাচ্ছেন তামিম। গত জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে নেতৃত্ব দেওয়ার পর দেশে ফিরে আসেন বাঁহাতি ওপেনার। হাঁটুর চোট নিয়েই সিরিজ জয়ে অবদান রাখেন শেষ ম্যাচে সেঞ্চুরিতে। পরে জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ যখন টি-টোয়েন্টি সিরিজে, তখন পুনর্বাসনে কাটান তামিম।

গত ১৯ সেপ্টেম্বর অনুশীলনে ফেরেন ৩২ বছর বয়সী ব্যাটসম্যান। দীর্ঘদিন টি-টোয়েন্টি থেকে দূরে থাকায় এর আগে বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি। পুরোপুরি ফিট না হয়ে জাতীয় দলের জার্সি গায়ে না দেওয়ার সংকল্প তার। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর পাকিস্তানকে স্বাগত জানানো সিরিজেই ফেরার চিন্তাভাবনা। আর ওই সিরিজের জন্য তামিমের ফিটনেসের পরীক্ষা হবে এই নেপালের প্রতিযোগিতাতে। বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেছেন সেই কথা, ‘আমাদের সঙ্গে তামিমের যে পরিকল্পনা করা হয়েছে তার অংশ হিসেবে ইপিএলে খেলা পুনর্বাসন প্রক্রিয়ার একটা অংশ। এই খেলায় বোঝা যাবে স্কিল ও অন্য বিষয়গুলো কতটা সামলে নিতে পারছেন। এই খেলার ওপর নির্ভর করে পরবর্তী দিকনির্দেশনা দিব।'

ভৈরহাওয়া একাদশ: শারদ ভেসবকার (অধিনায়ক), রোহিত পাউডেল, আরিফ শেখ, কুশল মাল্লা, অবিনাশ বোহারা, প্রদীপ আইরি, উপুল থারাঙ্গা, তামিম ইকবাল, ধাম্মিকা প্রসাদ, তুল বাহাদুর থাপা, দুর্গেশ গুপ্তা।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ