ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

হৃদরোগে আক্রান্ত ইনজামাম হাসপাতালে

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৩, ২৮ সেপ্টেম্বর ২০২১   আপডেট: ১৩:০৮, ২৮ সেপ্টেম্বর ২০২১
হৃদরোগে আক্রান্ত ইনজামাম হাসপাতালে

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন লিজেন্ডারি পাকিস্তান ব্যাটসম্যান ইনজামাম উল হক। সোমবার (২৭ সেপ্টেম্বর) তার এনজিওপ্লাস্টি করা হয়েছে। হাসপাতালে ৫১ বছর বয়সী সাবেক ব্যাটসম্যান স্থিতিশীল অবস্থায় আছেন।

ইনজামামের ম্যানেজার জানান, তার হৃদযন্ত্রে একটি স্ট্যান্ট বসানো হয়েছে। সম্প্রতি তিনি বুকে অস্বস্তিবোধের কথা জানান। তারপরই স্বাস্থ্য পরীক্ষায় তার হার্ট অ্যাটাক ধরা পড়ে এবং একটি এনজিওপ্লাস্টি করানো হয়েছে।

১৯৯১ সালের শেষ দিকে পাকিস্তানে অভিষেক হয় ইনজামামের। ১৯৯২ সালের বিশ্বকাপ সাফল্যের গুরুত্বপূর্ণ সহযাত্রী ছিলেন তিনি। জাতীয় দলকে নেতৃত্বও দিয়েছিলেন। ২০০৭ সালে যখন অবসর নেন তখন তার নামের পাশে ২০ হাজারেরও বেশি রান। ২০১৯ সালের জুলাই পর্যন্ত পিসিবির সঙ্গে কাজ করেছেন প্রধান নির্বাচক হিসেবে।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়