ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ইনজামামের জন্য শচীন-আকরামের প্রার্থনা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৩, ২৮ সেপ্টেম্বর ২০২১  
ইনজামামের জন্য শচীন-আকরামের প্রার্থনা

পাকিস্তানের সাবেক অধিনায়ক ও তাদের সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান ইনজামাম উল হক লাহোরে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। পরে তার এনজিওপ্লাস্টিও করা হয়। একটি স্ট্যান্টও তার হৃদযন্ত্রে বসানো হয়েছে বলে তার ম্যানেজার জানান। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো জানায়, হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে ৫১ বছর বয়সী ইনজামামকে। তবে তার অসুস্থতার খবরে তার সাবেক সতীর্থ ও প্রতিদ্বন্দ্বীরা সুস্থতা কামনা করে টুইট করেছেন।

পাকিস্তানের চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের ব্যাটিং গ্রেট শচীন টেন্ডুলকার লিখেছেন, ‘ইনজামাম, তোমার দ্রুত সুস্থ কামনা করি। তুমি সবসময় শান্ত থাকলেও ছিলে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং মাঠে ছিলে একজন যোদ্ধা। এই পরিস্থিতি থেকে আরও শক্তিশালী হয়ে বেরিয়ে এসো, এই প্রার্থনা করি। শিগগিরই ভালো হয়ে যাও।’

সাবেক ভারতীয় অধিনায়ক আজহার আলী লিখেছেন, ‘আমি আমার শৈশবের নায়ক ইনজামাম ভাইয়ের দ্রুত সুস্থতা কামনা করি। অনেক অনেক প্রার্থনা ও শুভকামনা আপনার জন্য।’

ইনজামামের সাবেক সতীর্থ ও সুইংয়ের রাজা ওয়াসিম আকরাম লম্বা টুইটে লিখেছেন, ‘প্রিয় ইঞ্জি, তোমার একটি সুন্দর হৃদয় রয়েছে। দেখে মনে হচ্ছে এতে শয়তানের নজর পড়েছে। এমন বড় একটি হৃদয়ের মানুষ এত ব্যথা পাচ্ছে ভেবে দুশ্চিন্তায় ছিলাম আমি। দোয়া করছি দ্রুত সুস্থ হও, যেন তোমার মিষ্টি হৃদয় সবাইকে খুশি করতে পারে। আমার প্রিয়তম বন্ধু, যত্ন নাও। শিগগিরই দেখা হবে।’

১৯৯১ সালের শেষ দিকে পাকিস্তানে অভিষেক হয় ইনজামামের। ১৯৯২ সালের বিশ্বকাপ সাফল্যের গুরুত্বপূর্ণ সহযাত্রী ছিলেন তিনি। জাতীয় দলকে নেতৃত্বও দিয়েছিলেন, ছিলেন দেশের সফলতম অধিনায়কদের একজন। ২০০৭ সালে যখন অবসর নেন তখন তার নামের পাশে ২০ হাজারেরও বেশি আন্তর্জাতিক রান। ২০১৬ থেকে ২০১৯ সালের জুলাই পর্যন্ত পিসিবির সঙ্গে কাজ করেছেন ব্যাটিং কনসাল্টেন্ট ও পরে প্রধান নির্বাচক হিসেবে। আফগানিস্তানের জাতীয় দলের কোচও ছিলেন।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়