Risingbd Online Bangla News Portal

ঢাকা     মঙ্গলবার   ৩০ নভেম্বর ২০২১ ||  অগ্রহায়ণ ১৬ ১৪২৮ ||  ২৩ রবিউস সানি ১৪৪৩

‘বিশ্বকাপ জেতার কোনো সুযোগ নেই পাকিস্তানের’

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪২, ১৮ অক্টোবর ২০২১  
‘বিশ্বকাপ জেতার কোনো সুযোগ নেই পাকিস্তানের’

সংযুক্ত আরব আমিরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ায় ‘হোম অ্যাডভান্টেজ’ পাবে পাকিস্তান। এবারের আসরে ভালো করতে যথেষ্ট আত্মবিশ্বাসী বাবর আজমরা। কিন্তু সাবেক ফাস্ট বোলার জালালউদ্দিনের মতে, প্রতিপক্ষরা বড় ভুল না করলে পাকিস্তানের বিশ্বকাপ জেতার কোনো সুযোগ নেই, এমনকি সেমিফাইনালেও উঠতে পারবে না।

আগামী ২৪ অক্টোবর ভারতের বিপক্ষে দুবাইয়ে শুরু হবে ২০০৯ সালের চ্যাম্পিয়নদের মিশন। এবারের আসরে দলের সম্ভাবনা নিয়ে দ্য নিউজকে জালাল জানান, পাকিস্তানকে টি-টোয়েন্টি বিশ্বকাপে কঠিন প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখছেন না। তিনি বলেছেন, ‘যখন সব দল তাদের স্কোয়াডকে চূড়ান্ত রূপ দিচ্ছে, তখন পাকিস্তান ক্রিকেট নড়বড়ে অবস্থার মধ্যে। তাদের উপর থেকে নিচ পর্যন্ত পরিবর্তন করা হয়েছে। প্রধান কোচ, ব্যাটিং কোচ, বোলিং কোচ, ফিল্ডিং কোচ ও তাদের সহকারীরা চলে গেছে। উপরের দিকে বড় পরিবর্তন হয়েছে। এসব হলো টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর ঠিক এক মাস আগে।’

সাবেক পেসারের মতে, প্রতিপক্ষরা ভুল করলে সেই সুযোগটা পাকিস্তানের নেওয়া উচিত। জালা বললেন, ‘ফেভারিট হওয়া থেকে মাইলখানেক দূরে দল। কোনো বিভাগ- ব্যাটিং, বোলিং, ফিল্ডিংয়ে এই বিশ্বকাপ জেতার সামর্থ্য আমাদের নেই। একটি ব্যাপার পাকিস্তানকে সহায়তা করতে পারে। তারা চাপমুক্ত থাকবে কারণ প্রত্যেকে দেখেছে আমাদের খেলোয়াড়রা সম্প্রতি ম্যাচগুলোতে কেমন পারফর্ম করেছে এবং আমাদের ক্রিকেট প্রশাসনে বদল হয়েছে। কোনোভাবে এই ইভেন্টে তারা ফেভারিট নয়।’

বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের মতো খেলোয়াড়দের ওপর পাকিস্তান অনেক নির্ভরশীল মনে করেন জালাল, ‘এসব খেলোয়াড়দের জন্য এটা (বোর্ডে পরিবর্তন) ছিল অস্বস্তিকর। এই ধরনের পরিস্থিতিতে কোনো দল বড় ইভেন্ট জিততে পারে না।’

ঢাকা/ফাহিম

সর্বশেষ

পাঠকপ্রিয়