ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

গ্রেপ্তার অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার স্লেটার

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৮, ২০ অক্টোবর ২০২১   আপডেট: ১৭:৩০, ২০ অক্টোবর ২০২১
গ্রেপ্তার অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার স্লেটার

অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার মাইকেল স্লেটারকে গ্রেপ্তার করা হয়েছে তার বাসা থেকে। পারিবারিক সহিংসতার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।

বর্তমানে ধারাভাষ্যকার হিসেবে কাজ করছেন ৫১ বছর বয়সী সাবেক ক্রিকেটার। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী বুধবার সিডনি থেকে তাকে গ্রেপ্তার করে ম্যানলি পুলিশ। স্থানীয় থানায় রাখা হয়েছে তাকে।

নিউ সাউথ ওয়েলস পুলিশ নিশ্চিত করেছে, গত সপ্তাহে সহিংসতার ঘটনা ঘটে। আর বিস্তারিত কিছু বলেনি তারা। এখন পর্যন্ত কোনো অভিযোগপত্রও দায়ের করা হয়নি। স্লেটার জনসম্মুখে কোনো মন্তব্য করেননি।

১৯৯৩ থেকে ২০০১ সাল পর্যন্ত অস্ট্রেলিয়া জাতীয় দলের হয়ে ৭৪ টেস্ট খেলেন স্লেটার। খেলা ছাড়ার পর টিভি ব্যক্তিত্ব হিসেবে খ্যাতি কুড়ান। কিন্তু আর্থিক সঙ্কটের মুখে গত সপ্তাহে তাকে অব্যাহতি দেয় অস্ট্রেলিয়ার চ্যানেল সেভেন।

গত মে মাসে করোনার বিরুদ্ধে পদক্ষেপ প্রসঙ্গে অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী স্কট মরিসনকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন স্লেটার। ভারত থেকে অস্ট্রেলিয়া নাগরিকদের ফেরার ওপর দুই সপ্তাহের নিষেধাজ্ঞা জারি হলে তিনি বলেন, মরিসনের হাত রক্তে ভেজা।

তিন সন্তানের বাবা স্লেটার ওই সময় ভারতে ছিলেন, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে স্থানীয় নেটওয়ার্কের হয়ে ধারাভাষ্য দিতে।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়