ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

ভিলার কোচ হয়ে ইংল্যান্ডে ফিরলেন জেরার্ড

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪২, ১১ নভেম্বর ২০২১  
ভিলার কোচ হয়ে ইংল্যান্ডে ফিরলেন জেরার্ড

বলতে গেলে স্টিভেন জেরার্ড ফুটবল ক্যারিয়ারের পুরোটা সময় কাটান লিভারপুলে। ১৮ বছরের মধ্যে কেবল একটি বছর মেজর সকার লিগ ক্লাব এলএ গ্যালাক্সিতে ছিলেন। লিভারপুল লিজেন্ড তারপর বেছে নেন কোচিং ক্যারিয়ার। স্কটিশ ক্লাব রেঞ্জার্সের হয়ে তিন মৌসুম কাটানোর পর অ্যাস্টন ভিলার কোচ হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে ফিরলেন জেরার্ড।

গত সপ্তাহে সাউদাম্পটনের কাছে ১-০ গোলে হারের পর ডিন স্মিথকে বরখাস্ত করে ভিলা। বেলজিয়াম কোচ রবার্তো মার্তিনেজের সঙ্গে যোগাযোগ করছিল তারা। কিন্তু ভিলা পার্কের ডাগআউটে পা রাখতে যাচ্ছেন জেরার্ড। ৪১ বছর বয়সী সাবেক ডিফেন্ডারের সঙ্গে প্রাথমিকভাবে আড়াই বছরের চুক্তি করেছে তারা।

প্রিমিয়ার লিগে ১৬তম ভিলা, রেলিগেশন জোন থেকে মাত্র ২ পয়েন্ট উপরে। জেরার্ড ব্যবধানটা আরো কত বাড়াবেন সেই কৌতূহল থাকছে।

২০১৮ সালে রেঞ্জার্সের দায়িত্ব নেন জেরার্ড। সেখানে একটি লিগ শিরোপাও জিতেছেন। জয়ের হার ৫৬.৫ শতাংশ। ক্লাবটিকে শীর্ষ দল সেলটিকের চেয়ে চার পয়েন্ট পেছনে রেখে বিদায় নিয়েছেন। অবশ্য তাকে ছাড়তে চায়নি রেঞ্জার্স। ভিলা ক্ষতিপূরণ দিয়েছে ৪৫ লাখ পাউন্ড।  

ঢাকা/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ