ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

২০২৪ বিশ্বকাপ: ক্যারিবিয়ানে ৩৫ ম্যাচ, যুক্তরাষ্ট্রে ২০টি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৯, ১৭ নভেম্বর ২০২১   আপডেট: ১৩:০৬, ১৭ নভেম্বর ২০২১
২০২৪ বিশ্বকাপ: ক্যারিবিয়ানে ৩৫ ম্যাচ, যুক্তরাষ্ট্রে ২০টি

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের যৌথ আয়োজক হওয়ার আনন্দে ভাসছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র ক্রিকেট। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) সিদ্ধান্তের প্রশংসা করেছে দুই বোর্ড। আমেরিকান অঞ্চলে ক্রিকেটের সম্প্রসারণে কৃতজ্ঞতাও জানিয়েছে তারা।

বিশ্বকাপের নবম আসরে প্রথমবার অংশ নিবে ২০ দল। এই বছরের শুরুতে আইসিসি বৈশ্বিক ইভেন্টগুলো সম্প্রসারণের আভাস দিয়েছিল আইসিসি। তারই অংশ হিসেবে আরো চারটি দল বাড়ানো হবে তিন বছর পর হতে যাওয়া এই বিশ্বকাপে। ২০২৪ সালের জুনে ২৫ দিনের এই টুর্নামেন্টে চার গ্রুপে বিভক্ত হয়ে ৫৫ ম্যাচ খেলা হবে।

এরই মধ্যে দুই বোর্ড কে কয়টি ম্যাচ আয়োজন করবে, সেই ঘোষণা দিয়েছে। দুই তৃতীয়াংশ অর্থাৎ ৩৫ ম্যাচ খেলা হবে ক্যারিবিয়ানে, আর যুক্তরাষ্ট্রে এক তৃতীয়াংশ মানে ২০ ম্যাচ। ক্যারিবিয়ান দ্বীপের ১৩টি মাঠে মঞ্চস্থ হবে এই আসর, আর আমেরিকার পাঁচটি আইসিসি অনুমোদিত ভেন্যুতে হবে খেলা।

এনিয়ে চতুর্থবার বিশ্বকাপ ইভেন্ট হতে চলেছে ওয়েস্ট ইন্ডিজে, আর যুক্তরাষ্ট্রে কোনো বড় আইসিসি ইভেন্ট এই প্রথমবার।

ঢাকা/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ