ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

প্রথম টেস্টের জন্য পাকিস্তানের ১২ জনের দল ঘোষণা

ক্রীড়া প্রতিবেদক, চট্টগ্রাম থেকে || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২০, ২৫ নভেম্বর ২০২১   আপডেট: ১৪:৩০, ২৫ নভেম্বর ২০২১
প্রথম টেস্টের জন্য পাকিস্তানের ১২ জনের দল ঘোষণা

চট্টগ্রাম টেস্টের জন্য পাকিস্তান ১২ জনের দল ঘোষণা করেছে। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাবর আজম দল ঘোষণা করেছেন।

১২ জনের স্কোয়াডে পাকিস্তান ওপেনার রেখেছে তিনজন। আবীদ আলী ও ইমাম-উল-হকের সঙ্গে আছেন আব্দুল্লাহ শফিক। পাকিস্তানের হয়ে সর্বশেষ ২০১৯ সালে টেস্ট খেলেন ইমাম-উল-হক। কায়েদ-ই-আজম ট্রফির চলতি আসরে দারুণ পারফরম্যান্স করে জায়গা করে নেন তিনি। বাংলাদেশে আসার আগে পাঁচ ইনিংসে দুটি সেঞ্চুরি করেছেন, এর মধ্যে রয়েছে একটি ডাবল সেঞ্চুরি।

আবীদ পাকিস্তানের নিয়মিত ওপেনার। ফলে শফিককে মূল একাদশে দেখতে না পাওয়ার শঙ্কাই বেশি। বাবর, রিয়জওয়ান, আজহার আলী, ফওয়াদ আলম দলের নিয়মিত ক্রিকেটার। তাদের নিয়েই মাঠে নামছে অতিথিরা।

দলে রাখা হয়েছে দুই স্পিনার নওমান আলী ও সাজিদ খানকে। এছাড়া দুই পেসার শাহীন শাহ আফ্রিদি ও হাসান আলীর সঙ্গে রয়েছেন পেস অলরাউন্ডার ফাহিম আশরাফ। সব মিলিয়ে পুরো দলটি বেশ ভারসাম্য পূর্ণ। ১২ জনের দল থেকে শুক্রবার মাঠে নামার আগে সেরা ১১ জনকে চূড়ান্ত করবে পাকিস্তান।

পাকিস্তান স্কোয়াড: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, আব্দুল্লাহ শফিক, আবিদ আলী, আজহার আলী, ফাহিম আশরাফ, ফাওয়াদ আলম, হাসান আলী, ইমাম-উল-হক, নওমান আলী, সাজিদ খান ও শাহীন শাহ আফ্রিদি।

চট্টগ্রাম/ইয়াসিন/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ