ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হাসপাতাল থেকে ছাড়া পেলেন সৌরভ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫১, ৩১ ডিসেম্বর ২০২১  
হাসপাতাল থেকে ছাড়া পেলেন সৌরভ

গত সোমবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন বিসিসিআইর প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। চতুর্থ দিন হাসপাতাল থেকে ছাড়া পেলেন তিনি। হাসপাতাল সূত্রে এই খবর দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সৌরভ বাড়ি ফিরে গেলেও তাকে ১৪ দিনের আইসোলেশনে থাকতে হবে। সূত্র জানায়, সাবেক ভারতীয় অধিনায়কের সবশেষ করোনা টেস্টের ফল নেগেটিভ এসেছে এবং তার সব প্যারামিটার স্বাভাবিক।

আরো পড়ুন:

সংবাদ সংস্থা পিটিআই জানায়, ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত হননি সৌরভ। গত ২৭ ডিসেম্বর কলকাতার উডল্যান্ডস হাসপাতালে ভর্তি হন তিনি।

হাসপাতালের এক কর্মকর্তা বলেছেন, ‘বিকালে গাঙ্গুলিকে আমরা ছেড়ে দিয়েছি। তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে থেকে আগামী দুই সপ্তাহ আইসোলেশনে থাকবেন। তারপর পরবর্তী চিকিৎসা নির্ধারণ করা হবে।’

চিকিৎসকরা জানান, তাকে করোনার জন্য বর্তমানে প্রচলিত মনোক্লোনাল এন্টিবডি ককটেল থেরাপি দেওয়া হয়েছিল।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়