ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হেইয়ো হেইয়ো ধ্বনিতে খুলনায় ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত

আব্দুল্লাহ এম রুবেল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৫, ১ জানুয়ারি ২০২২  
হেইয়ো হেইয়ো ধ্বনিতে খুলনায় ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত

‘হেইয়ো রে হেইয়ো’ ধ্বনি আর বাদ্যের তালে তালে খুলনার রূপসা নদীতে অনুষ্ঠিত হয়ে গেলো হারিয়ে যেতে বসা গ্রাম-বাংলার চিরচেনা আর ঐতিহ্যবাহী নৌকারবাইচ প্রতিযোগিতা। আনন্দ উচ্ছ্বাসে মানুষের মিলনমেলায় রূপসা নদীর দুই পাড়ে ছড়িয়ে পড়ে উৎসবের আমেজ। শনিবার (১ জানুয়ারি) কাস্টমস ঘাটে প্রধান অতিথি হিসেবে নৌকাবাইচের উদ্বোধন করেন খুলনা সিটি কর্পোরেশেনর মেয়র তালুকদার আব্দুল খালেক।

দুপুর সোয়া ২টায় কাস্টম ঘাট এলাকা থেকে প্রতিযোগিতা শুরু হয়ে খানজাহান আলী সেতু এলাকায় গিয়ে শেষ হয়। গায়েনের জোর উৎসাহে মাঝি মাল্লার বৈঠার টান বাড়তেই থাকে, অদম্য শক্তিতে এগিয়ে চলে বাইচের নৌকাগুলো। ছলাত ছলাত শব্দে নদীতে ছুটে চলে নৌকাগুলো। নদীর দু’পাড়ে  নৌকাবাইচ উপভোগ করেন নানা বয়সী হাজারো দর্শক। দারুণ এ আয়োজনে দারুণ উচ্ছ্বসিত তারা।

গ্রামীণ ঐতিহ্যকে ধরে রাখতে আর নগরবাসীকে নির্মল আনন্দ দেয়ার উদ্দেশ্যেই এ আয়োজন বলে জানান আয়োজকরা। তবে নৌকাবাইচ চলাকালে বাইচের দুটি নৌকা ডুবে যায়। কিছু সময় পরে অবশ্য উদ্ধার করা হয় ওই নৌকার মাঝি-মাল্লাদের।

নৌকাবাইচ প্রতিযোগিতায় বড় গ্রুপে সবাইকে ছাড়িয়ে তিন ধাপের এ প্রতিযোগিতায় প্রথম হয়েছে কয়রার সুন্দরবন টাইগার নৌকা। দ্বিতীয় হয়েছে মাগুরার মাগুরা টাইগার নৌকা ও তৃতীয় হয়েছে তেরখাদার ভাই ভাই জলপরী নৌকা।

এদিকে আয়োজন ঘিরে নিরাপত্তা ব্যাবস্থা জোরদার করা হয়। পুলিশি নিরাপত্তা ব্যাবস্থার পাশাপাশি,  কোস্ট গার্ড, ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রস্তুত ছিল।  ‘রূপসী রূপসায় ফ্যানটাস্টিক ১৪তম নৌকাবাইচ’-এর এই আসরে দেশের বিভিন্ন স্থানের ছোট-বড় মোট ১৪টি নৌকা অংশগ্রহণ করে।

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়