ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কপিল দেবের ৩৫ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন জাদেজা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫২, ৫ মার্চ ২০২২   আপডেট: ১৭:২১, ৫ মার্চ ২০২২
কপিল দেবের ৩৫ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন জাদেজা

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে অপরাজিত ১৭৫ রানের ইনিংস খেলেছেন ভারতের রবীন্দ্র জাদেজা। তিনি ৩২৪ মিনিট ক্রিজে থেকে, ২২৮ বল মোকাবিলা করে ১৭টি চার ও ৩ ছক্কায় অপরাজিত ১৭৫ রান করেন। তার অনবদ্য এই ইনিংসে ভর করে ভারত ৮ উইকেট হারিয়ে ৫৭৪ রান তুলে ইনিংস ঘোষণা করে।

অপরাজিত ১৭৫ রানের ইনিংস খেলে জাদেজা ভেঙে দেন কপিল দেবের ৩৫ বছরের পুরনো রেকর্ড। ৭ নম্বরে ব্যাট করতে নেমে ১৯৮৬ সালে কপিল দেব শ্রীলঙ্কার বিপক্ষে কানপুরে অপরাজিত ১৬৩ রানের ইনিংস খেলেছিলেন। মোহালিতে ২০২২ সালে এসে ভারতের কিংবদন্তির রেকর্ড ভেঙে দিলেন জাদেজা।

আরো পড়ুন:

৭ নম্বরে নেমে এই স্পিন অলরাউন্ডার ঋষভ পন্তের সঙ্গে ষষ্ঠ উইকেটে ১০৪ রান তোলেন। সপ্তম উইকেটে রবীচন্দ্রন অশ্বিনের সঙ্গে তোলেন ১৩০ রান। এরপর নবম উইকেটে মোহাম্মদ শামিকে নিয়ে তোলেন অপরাজিত ১০৩ রান। এর মধ্য দিয়ে ভারতের ক্রিকেট ইতিহাসে একমাত্র ব্যাটসম্যান হিসেবে ৭ নম্বরে ব্যাট করতে নেমে তিন-তিনটি শতরানের জুটি গড়ার নজির স্থাপন করেন।

দ্বিতীয় দিনে মধ্যাহ্ন ভোজে যাওয়ার আগে জাদেজা তার টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় শতক পূর্ণ করেন। বিরতি থেকে ফিরে ১৫০ অতিক্রম করেন। তিনি ব্যক্তিগত ১৭৫ রানে থাকতে ইনিংস ঘোষণা করে ভারত।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়