ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

যে অর্জনে গুজরাট প্রথম

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৭, ১ মে ২০২২  
যে অর্জনে গুজরাট প্রথম

চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আধিপত্য বিস্তার করে খেলছে গুজরাট টাইটান্স। হার্দিক পান্ডিয়ার দল শনিবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারাল ৬ উইকেটে। পয়েন্ট টেবিলে তাদের শীর্ষস্থান আরো মজবুত করল এই জয়, ৯ ম্যাচে তারা পেয়েছে ১৬ পয়েন্ট। আর একটি জিতলেই প্লে অফ নিশ্চিত করে ফেলবে নবাগত দলটি।

রূপকথার শুরুতে গুজরাট আইপিএলে তাক লাগানো রেকর্ড গড়েছে। তাদের মতো দারুণ শুরু ২০০৮ সালে টুর্নামেন্টের সূচনালগ্ন থেকে কেউ করতে পারেনি। দলটি ৯ ম্যাচে ৮টি জয় পেয়েছে। এর মধ্যে পাঁচটি জিতেছে তারা রান তাড়া করতে নেমে।

আরো পড়ুন:

এর আগেও সবচেয়ে ভালো শুরুর রেকর্ড গড়েছিল গুজরাটের ফ্র্যাঞ্চাইজি লায়ন্স (২০১৬) ও রাজস্থান রয়্যালস (২০০৮)। তারা প্রথম ৬টি জয় পেয়েছিল সাত ম্যাচ খেলে।

বেঙ্গালুরুর বিপক্ষে সবশেষ ম্যাচে গুজরাটের টার্গেট ছিল ১৭১ রান। রাহুল তেওয়াতিয়া ও ডেভিড মিলারের ৪৩ ও ৩৯ রানের কল্যাণে তিনক বল হাতে রেখে জিতে যায় দলটি।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়