ঈদ শুভেচ্ছা জানালেন বেনজেমা

মাঠে উড়ছেন করিম বেনজেমা। রিয়াল মাদ্রিদের জার্সিতে নামলে যেন তার জন্য গোল বাঁধা। জাল কাঁপাবেনই তিনি। রমজান মাসে রোজা রেখেও তিনি মাঠ দাপিয়ে বেড়িয়েছেন। এবার ঈদও উদযাপন করলেন ধর্মীয় পোশাকে।
একই সঙ্গে ভক্তদের ঈদের শুভেচ্ছা জানালেন ফ্রান্সের ফরোয়ার্ড। একটি ভিডিও পোস্ট করে তিনি বলেছেন, ‘সারা বিশ্বের সকল মুসলিমকে জানাই ঈদ মোবারক। আল্লাহ সবার মঙ্গল করুন। তাকাব্বাল আল্লাহু মিন্না ওয়া মিনকুম (আল্লাহ আমার এবং আপনার যাবতীয় ভালো কাজ কবুল করুক)।’
ঈদের তিন দিন আগে এস্পানিওলকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে ৩৫তম লা লিগা জিতেছে রিয়াল। ওই ম্যাচেও গোল করেন বেনজেমা। এই লিগে ৩০ ম্যাচ খেলে ২৬ গোল করেছেন তিনি। আর সব মিলিয়ে ৪২ ম্যাচে ৪২ গোল করে ব্যালন ডি’অর জয়ের দাবি রাখছেন।
ঈদ করেই আবার মাঠে নামতে হবে বেনজেমাকে। চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের দ্বিতীয় লেগে তারা স্বাগত জানাবে ম্যানচেস্টার সিটিকে। প্রথম লেগ ১৩ বারের চ্যাম্পিয়নরা হেরেছিল ৪-৩ গোলে।
ঢাকা/ফাহিম
আরো পড়ুন