ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘গুরুতর অসুস্থ’ হয়ে হাসপাতালে গ্রাহাম থর্পে

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৯, ১০ মে ২০২২  
‘গুরুতর অসুস্থ’ হয়ে হাসপাতালে গ্রাহাম থর্পে

প্রফেশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (পিসিএ) মঙ্গলবার জানাল, সাবেক ইংল্যান্ড ক্রিকেটার ও কোচ গ্রাহাম থর্পে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এবং গুরুতর অসুস্থ। তার পরিবারও এই খবর নিশ্চিত করেছে।

পিসিএ থর্পের পরিবারের অনুরোধে একটি বিবৃতি দিয়েছে, ‘গ্রাহাম থর্পে সম্প্রতি গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন এবং হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এই পর্যায়ে তার অবস্থা অস্পষ্ট এবং এই সময়ে আমাদের তার ও তার পরিবারের গোপনীয়তা রক্ষা করার অনুরোধ রইল। গ্রাহাম ও তার পরিবার আমাদের ভাবনায় আছেন।’

আরো পড়ুন:

ইংল্যান্ডের হয়ে ১০০ টেস্টসহ ১৮২ ম্যাচ খেলা থর্পে সব ফরম্যাট মিলিয়ে ৯১২৪ রান করেন, ছিল ১৬টি সেঞ্চুরি ও ৬০টি হাফ সেঞ্চুরি।

অবসরের পর ইংল্যান্ডের জাতীয় দলের ব্যাটিং কোচ ছিলেন ২০১০ থেকে ২০২২ সাল পর্যন্ত। অস্ট্রেলিয়ায় অ্যাশেজে ৪-০ তে হারার পর সরে দাঁড়ান। গত মার্চে ৫২ বছর বয়সী সাবেক ক্রিকেটার নিযুক্ত হন আফগানিস্তানের প্রধান কোচের দায়িত্বে।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়