ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দক্ষিণ আফ্রিকার হামজার নিষেধাজ্ঞা বহাল

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৭, ১৭ মে ২০২২  
দক্ষিণ আফ্রিকার হামজার নিষেধাজ্ঞা বহাল

ডোপিং লঙ্ঘনের কারণে আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ হলেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান জুবায়ের হামজা। এই বছরের শুরুতে ডোপ টেস্টে পজিটিভ হন এই তরুণ ক্রিকেটার এবং মার্চ থেকে স্বেচ্ছায় নিজেকে সরিয়ে নেন ক্রিকেট থেকে।

গত মার্চে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা এক বিবৃতিতে জানায়, আইসিসির তদন্তে সহযোগিতা করেছিলেন হামজা। তদন্ত শেষে ২৬ বছর বয়সী ক্রিকেটারের নিষেধাজ্ঞা বহাল রাখল আইসিসি।

আরো পড়ুন:

মঙ্গলবার এক বিবৃতিতে আইসিসি জানায়, দক্ষিণ আফ্রিকার পার্লে গত ১৭ জানুয়ারি হামজার ডোপ টেস্টের নমুনায় নিষিদ্ধ দ্রব্য ফুরোসিমাইডের উপস্থিতি পাওয়া যায়। এটি শক্তিবর্ধক না হলেও ওয়াডার নিষিদ্ধ তালিকায় আছে।

এই নিষেধাজ্ঞা গত মার্চ থেকে কার্যকর রয়েছে, হামজা ফিরতে পারেন এই বছরের ডিসেম্বরে।

হামজা এখন পর্যন্ত ছয় টেস্ট ও একটি ওয়ানডে খেলেছেন। ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে দলে থাকলেও ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে দাঁড়ান তিনি এবং পরে জানা যায় তার ডোপ কেলেঙ্কারির খবর।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়