ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

আমরা লিজেন্ড: গার্দিওলা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৭, ২৩ মে ২০২২  
আমরা লিজেন্ড: গার্দিওলা

অ্যাস্টন ভিলা চমকে দিয়েছিল। ২-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় ম্যানচেস্টার সিটি। ততক্ষণে লিভারপুল ছিল এগিয়ে। শিরোপা হাতছাড়া হতে বসেছিল সিটিজেনদের। কিন্তু অবিশ্বাস্য প্রত্যাবর্তনে তারা অলরেডদের হতাশ করে জিতে নিলো ট্রফি।

পাঁচ বছরে চতুর্থ প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের পর ম্যানসিটি কোচ পেপ গার্দিওলা শুরুতেই বললেন, ‘আমরা লিজেন্ড।’ যৌক্তিক কথাই বললেন স্প্যানিশ কোচ, ‘এই দেশে পাঁচ মৌসুমে যখন চারবার প্রিমিয়ার লিগ জিতেন, কারণ এই ছেলেরা খুবই বিশেষ। আমরা স্মরণীয় হয়ে থাকব।’

ডিসেম্বরে ১৪ পয়েন্টে এগিয়ে থাকা ম্যানসিটি মৌসুমের শেষ দিকে লিভারপুলের পেছনে পড়ে যায়। তবে সেখান থেকে উঠে দাঁড়িয়ে আবারও একে পৌঁছায় গার্দিওলার দল। পুরো মৌসুমে তাদের ৯৯ গোল দাপটের প্রতিচ্ছবি।

গার্দিওলা বলেছেন, ‘আমাদের কৃতিত্বের মাত্রা আমাদের প্রতিদ্বন্দ্বির মাত্রার সঙ্গে সম্পর্কিত এবং লিভারপুলের মতো একটি দল আমার জীবনে আমি কখনও দেখিনি। লিভারপুলকে অভিনন্দন- তারা আমাদের প্রতি সপ্তাহে ভালো দল বানিয়েছে। এখনই পরের মৌসুম নিয়ে ভাবার কিংবা আকাঙ্ক্ষা প্রকাশ করার শক্তি আমার নেই। আমরা আবারও চ্যাম্পিয়ন।’

ঢাকা/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ