ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

পিএসজি থেকে বরখাস্তের পেছনে এমবাপ্পের হাত নেই: পচেত্তিনো

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৩, ২ আগস্ট ২০২২   আপডেট: ১২:৪৭, ২ আগস্ট ২০২২
পিএসজি থেকে বরখাস্তের পেছনে এমবাপ্পের হাত নেই: পচেত্তিনো

দীর্ঘ সময় ধরে গুঞ্জনের পর গত মাসে বরখাস্ত হন মাউরিসিও পচেত্তিনো। কানাঘুষা চলছিল, নতুন প্রজেক্টে এই আর্জেন্টাইন কোচের ছাঁটাই চেয়েছেন দলের তারকা কিলিয়ান এমবাপ্পে। কিন্তু প্যারিসিয়ান ক্লাব ছাড়ার পেছনে এই স্ট্রাইকারের কোনো ভূমিকা আছে বলে পচেত্তিনো মনে করেন না।

এর আগে এমবাপ্পেও সোশ্যাল মিডিয়ায় জোর গলায় বলেছিলেন, এই বিষয়ে তার কোনো দয় নেই। এবার তার বক্তব্যের সঙ্গে সুর মেলালেন পচেত্তিনো। গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলোতে রিয়াল মাদ্রিদের কাছে হারের পর আর্জেন্টাইন কোচের বিদায়ের পথ তৈরি হয়ে যায়।

আর্জেন্টাইন আউটলেট ইনফোবায়ে’কে পচেত্তিনো বলেছেন, ‘আমি মনে করি পিএসজি কিলিয়ানকে ধরে রাখার জন্য যথাসম্ভব সবকিছু করেছে এবং আমিও তাতে একমত।’

এমবাপ্পেকে নিয়ে সাবেক পিএসজি কোচের মন্তব্য, ‘সে আজকের বিশ্ব ফুটবলের অন্যতম সেরা খেলোয়াড় এবং আমি মনে করি তাকে থেকে যাওয়ার জন্য রাজি করতে পিএসজির সব ধরনের  পুঁজি আছে। কিন্তু আমি মনে করি না কিলিয়ান নতুন প্রজেক্টের (আমাকে বিদায়ের) পরিকল্পনা করেছে।’ 

ঢাকা/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়