ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ম্যানসিটিতে জিনচেঙ্কোর শূন্যস্থান পূরণ করলেন গোমেজ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৯, ১৬ আগস্ট ২০২২  
ম্যানসিটিতে জিনচেঙ্কোর শূন্যস্থান পূরণ করলেন গোমেজ

ওলেক্সান্দার জিনচেঙ্কো আর্সেনালে যোগ দেওয়ায় একজন ফুলব্যাকের প্রয়োজন ছিল ম্যানচেস্টার সিটির। সেটা পূরণ করলো তারা স্প্যানিশ লেফটব্যাক সার্জিও গোমেজের সঙ্গে চুক্তি করে। বেলজিয়ান ক্লাব অ্যান্ডারলেখট থেকে ১ কোটি ১০ লাখ পাউন্ডে তাকে কিনে নিলো সিটিজেনরা।

স্পেনের জাতীয় যুব দলের গোমেজকে প্রথমে বিকাশমান খেলোয়াড় হিসেবে বিবেচনা করেছিল প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নরা। স্প্যানিশ শীর্ষ লিগে তাদের সিস্টার ক্লাব জিরোনার কাছে তাকে ধার দেওয়ার কথা ছিল।

কিন্তু পেপ গার্দিওলা তাকে দলের মূল খেলোয়াড় হিসেবে রেখে দিচ্ছেন। বার্সেলোনার লা মাসিয়া অ্যাকাডেমিতে ক্যারিয়ার শুরু করা এই অ্যাটাকিং মিডফিল্ডারের ওপর ভরসা স্প্যানিশ কোচের। স্পেন থেকে বরুশিয়া ডর্টমুন্ডেও খেলেছেন গোমেজ।

অ্যান্ডারলেখটে যাওয়ার আগে দুই মৌসুম স্প্যানিশ দল উয়েস্কায় ধারে খেলেছেন। অ্যান্ডারলেখটে সাবেক সিটি অধিনায়ক ভিনসেন্ত কোম্পানির অধীনে খেলে ১৫ গোল বানিয়ে দিয়ে ক্লাবের বর্ষসেরা খেলোয়াড় হন।

গোমেজ ম্যানসিটির সঙ্গে চার বছরের চুক্তি করেছেন। ইতিহাদ স্টেডিয়ামে এই প্রতিভাবান ডিফেন্ডার খেলবেন ২০২৫-২৬ মৌসুম পর্যন্ত।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়