ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

ফের বাংলা টাইগার্সের কোচ আফতাব, নাজমুল আবেদীন মেন্টর

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০২, ২৩ আগস্ট ২০২২   আপডেট: ১৫:০৫, ২৩ আগস্ট ২০২২
ফের বাংলা টাইগার্সের কোচ আফতাব, নাজমুল আবেদীন মেন্টর

আবুধাবি টি-টেন লিগে বাংলা টাইগার্স আবারও প্রধান কোচ হিসেবে ফেরালো বাংলাদেশের সাবেক ওপেনার আফতাব আহমেদকে। মঙ্গলবার দলটি তাদের অফিসিয়াল ভেরিফায়েড পেজে স্টুয়ার্ট লর উত্তরসূরি হিসেবে তাকে চূড়ান্ত করার কথা জানিয়েছে। একই সঙ্গে বিকেএসপির ক্রিকেট উপদেষ্টা নাজমুল আবেদীন ফাহিমকে টিম মেন্টর হিসেবে নিয়োগ দিয়েছে।

আফতাবকে নিয়োগ দেওয়ার কথা নিশ্চিত করে বাংলা টাইগার্স লিখেছে, ‘একজন হার্ড হিটিং ব্যাটসম্যান থেকে হার্ড হিটারদের প্রশিক্ষক। আগেও তিনি আমাদের সঙ্গে ছিলেন এবং আবারও আমাদের সঙ্গে আসছেন। আবুধাবি টি-টেন লিগের ষষ্ঠ মৌসুমের প্রধান কোচ হিসেবে আফতাব আহমেদের নাম ঘোষণা করতে পেরে আমরা আনন্দিত।’

২০১৪ সালের আগস্টে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়া আফতাব কোচিংয়ে মনোযোগী হন। দেশের ঘরোয়া ক্রিকেটে লিজেন্ডস অব রূপগঞ্জ ও চট্টগ্রাম বিভাগীয় দলের কোচ ছিলেন তিনি। ২০১৯ সালে তাকে প্রধান কোচ বানায় বাংলা টাইগার্স, আর টি-টেন লিগের প্রথম আসরে তৃতীয় হয়েছিল দলটি। 

চুক্তি সই করে আফতাব বলেছেন, ‘আমার মনে হচ্ছে নিজ ঘরে ফিরলাম। আমার প্রথম টি-টেন লিগ খুব উপভোগ করেছিলাম। দারুণ খেলোয়াড় ও চমৎকার টিম ম্যানেজমেন্টের সঙ্গে কাজ করতে অধীর অপেক্ষায় আমি। কোচ হিসেবে আমার প্রথম মিশনে বাংলা টাইগার্স টুর্নামেন্ট শেষ করেছিল দ্বিতীয় রানারআপ হয়ে এবং এই বছর আমাদের লক্ষ্য চ্যাম্পিয়নশিপ শিরোপা জেতা।’

নাজমুলের নিয়োগ চূড়ান্ত করে বাংলা টাইগার্স তাদের ফেসবুক পেজে লিখেছে, ‘বাংলাদেশের ক্রিকেটের অভিভাবক টাইগার্সের মেন্টর হিসেবে আবারও বালির শহরে আসছেন। আবুধাবি টি-টেন লিগের ষষ্ঠ আসরের জন্য টিম মেন্টর হিসেবে নাজমুল আবেদীন ফাহিমকে নিয়োগ দিয়ে রোমাঞ্চিত বাংলা টাইগার্স।’

আগামী ২৩ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর হবে ছয় দলের এই প্রতিযোগিতা।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়