ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

সর্বোচ্চ গোলদাতাসহ দুই পুরস্কার পেলেন সাবিনা

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪৭, ১৯ সেপ্টেম্বর ২০২২   আপডেট: ২১:৫৭, ১৯ সেপ্টেম্বর ২০২২
সর্বোচ্চ গোলদাতাসহ দুই পুরস্কার পেলেন সাবিনা

দুই পুরস্কার হাতে সাবিনা খাতুন

তিনি বাংলার গোল মেশিন হিসেবে পরিচিত। ঘরোয়া ফুটবল, বিদেশি লিগ কিংবা জাতীয় দল। মুড়ি-মুড়কির মতো গোল করতে পারেন। ঘরোয়া লিগে গোলের সেঞ্চুরি করারও রেকর্ড রয়েছে তার। তিনি সাবিনা খাতুন। বাংলাদেশের নারী ফুটবলের সবচেয়ে বড় বিজ্ঞাপন।

নারী সাফ চ্যাম্পিয়নশিপ-২০২২ এর একমাত্র খেলোয়াড় তিনি, যিনি দুটি হ্যাটট্রিক করেছেন। টুর্নামেন্টে তার মোট গোল ৮টি। ফাইনালে গোল না পেলেও ৮ গোল করা তিনি পেয়েছেন সর্বোচ্চ গোলদাতার পুরস্কার। এছাড়াও টুর্নামেন্টের মোস্ট ভ্যালুয়াবল খেলোয়াড়েরও পুরস্কার জিতেছেন তিনি।

এছাড়া টুর্নামেন্টের সেরা গোলরক্ষক হয়েছেন বাংলাদেশের রুপনা চাকমা। ফেয়ার প্লে ট্রফিও জিতেছে বাংলাদেশ।

সাবিনা প্রথম ম্যাচে মালদ্বীপের বিপক্ষে জোড়া গোল করেন। এরপর পাকিস্তানের বিপক্ষে করেন হ্যাটট্রিক। গ্রুপপর্বের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে গোল না পেলেও সেমিফাইনালে ভুটানের বিপক্ষে আবারও হ্যাটট্রিক করেন। তাতে বাংলাদেশ জয় পায় ৮-০ ব্যবধানে। আর দ্বিতীয়বার ওঠে সাফের ফাইনালে। আর প্রথমবারের মতো নেপালকে হারিয়ে জিতে নেয় সাফের শিরোপা।

সব মিলিয়ে বাংলাদেশের জার্সি গায়ে তার মোট গোল এখন ৩২। অবসরের আগ পর্যন্ত তিনি কোথায় গিয়ে থামেন দেখার বিষয়।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়