ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আঙুলের চোটে বিশ্বকাপে খেলা হচ্ছে না দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডারের

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৮, ৬ অক্টোবর ২০২২  
আঙুলের চোটে বিশ্বকাপে খেলা হচ্ছে না দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডারের

ভারতের বিপক্ষে চলতি ওয়ানডে সিরিজের সঙ্গে অস্ট্রেলিয়ায় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেও ছিটকে গেলেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ডোয়াইন প্রিটোরিয়াস।

বাঁ হাতের বুড়ো আঙুলে চিঁড় ধরা পড়েছে প্রিটোরিয়াসের। গত বছর বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার যৌথ শীর্ষ উইকেটশিকারি ছিলেন তিনি। এই ফরম্যাটের অবিচ্ছেদ্য অংশ ছিলেন এই অলরাউন্ডার।

আরো পড়ুন:

এই বছর আট টি-টোয়েন্টি খেলে ২০.৬৬ গড়ে ১২ উইকেট নেওয়া প্রিটোরিয়াস ব্যাট হাতেও দ্রুত রান তোলায় পারদর্শী।

সুস্থ হতে অস্ত্রোপচার করানো লাগতে পারে প্রিটোরিয়াসের, জানিয়েছেন সিএসএ মেডিক্যাল চিফ অফিসার ডা. শুয়াইব মাঞ্জরা।

ভারতের বিপক্ষে মঙ্গলবার তৃতীয় টি-টোয়েন্টি খেলার সময় ইনজুরি পান প্রিটোরিয়াস। তার স্থলাভিষিক্ত হতে পারেন বিশ্বকাপের রিজার্ভ দলে থাকা দুই অলরাউন্ডার মার্কো জানসেন কিংবা অ্যান্ডাইল ফেলুকোয়ায়ো।

দ্বিতীয় গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে যেতে পারছেন না প্রিটোরিয়াস। এর আগে গত মাসে আঙুলের চোট নিয়ে ছিটকে যান মিডল অর্ডার ব্যাটসম্যান রাসি ফন ডার ডুসেন।

ঢাকা/ফাহিম

সর্বশেষ

পাঠকপ্রিয়