ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নেইমারকে বিশ্বকাপে পাওয়া নিয়ে আত্মবিশ্বাসী তিতে

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩২, ২৫ নভেম্বর ২০২২  
নেইমারকে বিশ্বকাপে পাওয়া নিয়ে আত্মবিশ্বাসী তিতে

বৃহস্পতিবার বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ম্যাচে সার্বিয়ার বিপক্ষে ২-০ গোলের দারুণ জয় ব্রাজিলের। কিন্তু বড় ধাক্কা খেয়েছে তারা নেইমারের গোড়ালির ইনজুরিতে। দুটির একটি গোলে অবদান রাখা এই ফরোয়ার্ডকে বিশ্বকাপে পাওয়া নিয়ে রয়েছে শঙ্কা। তবে নেইমার বিশ্বকাপে টিকে থাকবেন, আত্মবিশ্বাসী কোচ তিতে।

দলের স্ট্রাইকারের ইনজুরি সম্পর্কে জানা ছিল না স্বীকার করে ব্রাজিল কোচ বলেছেন, ‘আমরা আত্মবিশ্বাসী যে নেইমার খেলা চালিয়ে যাবে, বিশ্বকাপে খেলা চালিয়ে যাবে। আমি নেইমারকে আঘাত পেতে দেখিনি। এটা মোকাবিলার করার সামর্থ্য তার ছিল, এমনকি সেও আমাকে রহস্যের মধ্যে রেখেছিল।’

আরো পড়ুন:

টিম ডক্টর রদ্রিগো লাসমার বলেছেন, নেইমারের ইনজুরি পর্যবেক্ষণের আগে ব্রাজিলকে ২৪ থেকে ৪৮ ঘণ্টা অপেক্ষা করতে হবে। তিনি বলেন, ‘আগামীকাল আমরা একটি নতুন মূল্যায়ন করবো। এখন আমাদের অপেক্ষা করতে হবে। তার অবস্থা নিয়ে আগেভাগে মন্তব্য করতে পারি না আমরা।’

ম্যাচ জয়ের নায়ক রিচার্লিসন তার সতীর্থের ইনজুরি নিয়ে বলেছেন, ‘দেখে মনে হয়েছে তার গোড়ালিতে ব্যথা। আমি তাকে বলেছিল বরফ রাখতে, তাকে আমরা পরের ম্যাচে শতভাগ চাই। আমি যখন হোটেলে ফিরবো, তখন আবার জানবো তার কী অবস্থা।’

আগামী ২৮ নভেম্বর রাত ১০টায় সুইজার‌ল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় গ্রুপ ম্যাচ খেলবে ব্রাজিল।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়