ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিএসপিএ’র হীরক জয়ন্তীতে সেরার সম্মাননা পাচ্ছেন সালাউদ্দিন-মাশরাফি-সাকিবরা

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৯, ২৮ ডিসেম্বর ২০২২   আপডেট: ১৯:৩১, ২৮ ডিসেম্বর ২০২২
বিএসপিএ’র হীরক জয়ন্তীতে সেরার সম্মাননা পাচ্ছেন সালাউদ্দিন-মাশরাফি-সাকিবরা

দেশের ক্রীড়া সাংবাদিক ও লেখকদের প্রাচীন সংগঠন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) ৬০ বছর পূর্ণ করেছে। এই হীরক জয়ন্তী উপলক্ষ্যে আগামী ৩০ ডিসেম্বর বর্নাঢ্য এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সে অনুষ্ঠানে স্বাধীনতা পরবর্তী সময়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্যের নিরিখে ১০ ক্রীড়া ব্যক্তিত্বকে সম্মাননা প্রদান করা হবে।

আজ বুধবার (২৮ ডিসেম্বর, ২০২২) অলিম্পিক ভবনের আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বিএসপিএ’র সভাপতি সনৎ বাবলা। এসময় সংবাদ সম্মেলনে তার সঙ্গে ছিলেন সহ-সভাপতি কাজী শহীদুল আলম ও সাধারণ সম্পাদক মো. সামন হোসেন।

৯ জনের বিচারক প্যানেলের মাধ্যমে সাত ডিসিপ্লিনে ১০ ক্রীড়াবিদ বেছে নেয়া হয়েছে। ফুটবলে কাজী মো. সালাউদ্দিন, প্রয়াত মোনেম মুন্না, ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, অ্যাথলেটিকসে প্রয়াত শাহ আলম, সাঁতারে মোশাররফ হোসেন খান, বক্সিংয়ে মোশাররফ হোসেন, দাবায় নিয়াজ মোর্শেদ, শুটার আসিফ হোসেন খান ও গলফার সিদ্দিকুর রহমানকে সম্মাননা প্রদান করা হবে। সম্মাননায় একটি ট্রফি এবং নগদ অর্থ দিয়ে পুরস্কৃত করা হবে।

একইসঙ্গে দেশের ক্রীড়া সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ১০ ক্রীড়া সংবাদিক ও লেখককে হীরক জয়ন্তী সম্মাননা প্রদান করা হবে। তারা হলেন— প্রায়ত আব্দুল হামিদ, প্রায়ত তৌফিক আজিজ খান, প্রয়াত বদি-উজ-জামান, মুহাম্মদ কামরুজ্জামান, আব্দুল তৌহিদ, প্রায়ত আতাউল হক মল্লিক, মতিউর রহমান চৌধুরী, দিলু খন্দকার, শহিদুল আজম ও মোস্তফা মামুন।

এ ছাড়া বিশেষ সম্মানা প্রদান করা হবে স্বাধীনতা যুদ্ধের প্রাক্কালে ব্যাটে জয়-বাংলা স্লোগান লিখে মাঠে নামার অসীম সাহসিকতা দেখানো জাতীয় দলের সাবেক অধিনায়ক এএসএম রকিবুল হাসানকে।

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়