ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নেইমারকে বিক্রির তালিকায় রেখেছে পিএসজি!

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৫, ৬ জানুয়ারি ২০২৩   আপডেট: ১০:২৮, ৬ জানুয়ারি ২০২৩
নেইমারকে বিক্রির তালিকায় রেখেছে পিএসজি!

নেইমারের জন্য বিভিন্ন ক্লাবের প্রস্তাব শুনতে চায় প্যারিস সেন্ট জার্মেই। দরদাম মনমতো হলে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে বিক্রি করে দিতে প্রস্তুত ফরাসি চ্যাম্পিয়নরা, এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে স্প্যানিশ গণমাধ্যম ফিশাজেস।

শীতকালীন দলবদলে নেইমারের জন্য দাম ধরা হয়েছে মাত্র ৫ কোটি ইউরো। গত গ্রীষ্মে তার জন্য চাওয়া হয়েছিল ১৫ কোটি ইউরো। সেটা কয়েক মাসের ব্যবধানে অর্ধেকের কমে নেমে এলো।

আরো পড়ুন:

এই দামও অনেক বেশি। কিন্তু বেশ কিছু ক্লাব তাকে কেনার সামর্থ্য রাখে। গণমাধ্যমটি নেইমারের সম্ভাব্য গন্তব্য হিসেবে প্রকাশ করেছে তিন ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাব চেলসি, ম্যানসিটি ও নিউক্যাসেল ইউনাউটেডের।

গত মৌসুম শেষ হওয়ার বেলাতেই নেইমারকে বিক্রি করার পদক্ষেপ নিয়েছিল পিএসজি। বিশেষ করে কিলিয়ান এমবাপ্পের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর পর থেকে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে রাখতে অস্বস্তিবোধ করছিল তারা। 

২০১৭ সালে ২২ কোটি ২০ লাখ ইউরোতে যোগ দেন নেইমার, হন বিশ্বের সবচেয়ে দামী ফুটবলার। ক্লাবটির হয়ে ষষ্ঠ মৌসুম খেলছেন তিনি, ১৬৫ ম্যাচে করেছেন ১১৫ গোল। 

ঢাকা/ফাহিম

সর্বশেষ

পাঠকপ্রিয়