ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পাকিস্তান কাঁপিয়ে ডিসেম্বরের সেরা ব্রুক

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৪, ১০ জানুয়ারি ২০২৩  
পাকিস্তান কাঁপিয়ে ডিসেম্বরের সেরা ব্রুক

ইংল্যান্ডের উদীয়মান তারকা হ্যারি ব্রুক। টেস্ট ক্রিকেটে পা রেখেই দারুণ ছাপ ফেলেছেন। বিশেষ করে পাকিস্তানে স্মরণীয় সময় কাটান তিনি। স্বীকৃতিও মিললো। মঙ্গলবার আইসিসির মাসসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন ইংল্যান্ডের এই ব্যাটসম্যান।

পাকিস্তানের বাবর আজম ও অস্ট্রেলিয়ার ট্র্যাভিস হেডের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে ডিসেম্বরের সেরা হলেন ব্রুক। পাকিস্তানকে ৩-০ তে ইংল্যান্ডের হোয়াইটওয়াশ করার পথে ২৩ বছর বয়সী ব্যাটসম্যান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। 

আরো পড়ুন:

তিন ম্যাচে ৪৬৮ রান করে হন সিরিজের শীর্ষ ব্যাটসম্যান। জনি বেয়ারস্টোর অনুপস্থিতিতে মিডল অর্ডারে আস্থার প্রতিদান রেখেছেন। রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম ম্যাচটি ছিল তার ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট, করেন ১৫৩ ও ৮৭। প্রথম ইনিংসে তার সেঞ্চুরি হয় মাত্র ১১৬ বলে। সিরিজের বাকি সময়ে একইভাবে পাকিস্তানের বোলারদের ওপর চড়াও ছিলেন।

সিরিজের বাকি দুটি টেস্টের প্রতিটিতে সেঞ্চুরি করেছেন ব্রুক। পরের দুই ম্যাচে ১০৮ ও ১১১ রান করেন তিনি। ১৭ বছর পর প্রথমবার পাকিস্তানের মাটিতে টেস্ট খেলতে নামা ইংল্যান্ডের এই ক্রিকেটার হয়েছেন সিরিজের সেরা খেলোয়াড়। এবার বছরের শুরুতেই তার অর্জনের মুকুটে আরেকটি পালক যুক্ত করলেন ব্রুক।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়