ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

শচীনও তো ছয়বারের চেষ্টায় বিশ্বকাপ জিতেছিল: সমালোচনা নিয়ে অশ্বিন

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০১, ৩১ জানুয়ারি ২০২৩   আপডেট: ১৫:০২, ৩১ জানুয়ারি ২০২৩
শচীনও তো ছয়বারের চেষ্টায় বিশ্বকাপ জিতেছিল: সমালোচনা নিয়ে অশ্বিন

প্রায় এক দশক হতে চললো আইসিসি ইভেন্টে কোনো শিরোপা জেতেনি ভারত। গত কয়েক বছর ধরে তাই সমালোচিত মেন ইন ব্লুজ। বিশেষ করে বিরাট কোহলি ও রোহিত শর্মাকে নিয়ে চলছে তীব্র সমালোচনা। শচীন টেন্ডুলকারের উদাহরণ দিয়ে তাদের সমালোচকদের উদ্দেশ্যে মন্তব্য করলেন ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।

ভারত শেষবার আইসিসির ট্রফি জিতেছিল ২০১৩ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে। উইকেটকিপার ব্যাটসম্যানের অধিনায়কত্বে ২০১১ সালে পেয়েছিল ওয়ানডে বিশ্বকাপ ট্রফি। এরপর থেকে আইসিসির প্রতিযোগিতায় ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাচ্ছে দল। এজন্য অনেকে কোহলি ও রোহিতের সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে অশ্বিন মনে করেন বিশ্বকাপ কিংবা অন্য কোনো আইসিসি ট্রফি না জেতা দিয়ে তাদের সমালোচনা করা উচিত নয়। 

নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে অশ্বিন বলেছেন, ‘এমনকি শচীন টেন্ডুলকারও তার ষষ্ঠবারের চেষ্টায় বিশ্বকাপ জিতেছিল। ভারতীয় ক্রিকেটের একজন বলিষ্ঠ ক্রিকেটারের অবস্থা ছিল সেটা। আরেক অদম্য ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি এসেই দায়িত্ব নিয়ে একটি বিশ্বকাপ জিতে নিলো। এর মানে এই নয় যে সবার ক্ষেত্রে একই ব্যাপার ঘটবে, তাই না?’

কোহলি ও রোহিত বেশ কিছু বড় আইসিসি ইভেন্ট জিতেছেন এবং তাদের আরো সময় দেওয়ার দাবি তুললেন অশ্বিন, ‘বিরাট কোহলি ২০১১ সালে (বিশ্বকাপ) আইসিসি টুর্নামেন্ট জিতেছিল এবং ২০১৩ সালে, যখন চ্যাম্পিয়নস ট্রফি জিতলাম আমরা। রোহিত শর্মাও চ্যাম্পিয়নস ট্রফি জিতেছিল। সুতরাং আমরা তাদের আরো সময় দিতে পারি। তারা দ্বিপাক্ষিক সিরিজ, আইপিএল ও আরো অনেক ম্যাচ খেলছে। আইসিসি টুর্নামেন্টের কথা এলে, আপনার পথচলার জন্য কঠিন মুহূর্তগুলো প্রয়োজন।’

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়