ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

মালিক-আমিরের জাতীয় দলে ফেরার দরজা উন্মুক্ত

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:০১, ৩১ জানুয়ারি ২০২৩   আপডেট: ২৩:১০, ৩১ জানুয়ারি ২০২৩
মালিক-আমিরের জাতীয় দলে ফেরার দরজা উন্মুক্ত

শোয়েব মালিকের বয়স ৪১ পেরিয়ে গেলেও ফর্মটা ধরে রেখেছেন সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে। অন্যদিকে রমিজ রাজা পাকিস্তান ক্রিকেট বোর্ড থেকে সরে যাওয়ার পর মোহাম্মদ আমিরও অবসর ভেঙে জাতীয় দলে ফেরার আভাস দিয়েছিলেন। চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে এই পেসার এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকার করে শীর্ষে আছেন।

তাদের দুজনের ফর্ম ও পারফরম্যান্স সম্পর্কে জানেন পাকিস্তানের নতুন প্রধান নির্বাচক হারুন রশিদ। তাইতো মঙ্গলবার তিনি মালিকের জাতীয় দলে ফেরার সম্ভাবনার কথা জানিয়েছেন। অন্যদিকে শেঠি জানিয়েছিলেন আমিরের ফেরার সম্ভাবনার কথা।

শোয়েব মালিকের বিষয়ে প্রধান নির্বাচক বলেছেন, ‘আপনাকে আসলে দেখতে হবে বর্তমান কম্বিনেশনের সঙ্গে কোন খেলোয়াড়কে খাপ খাওয়ানো যাবে। সেক্ষেত্রে শোয়েব মালিকের মতো খেলোয়াড়কেও আমাদের দেখতে হবে এবং দেখতে হবে তাদের কোনো গুরুত্বপূর্ণ ইভেন্টে নির্দিষ্ট ভূমিকায় খেলানো যায় কিনা। সেক্ষেত্রে পাকিস্তানের জয়ের সম্ভাবনা বাড়বে।’

‘যাইহোক, একই পজিশনে যদি কোনো তরুণ খেলোয়াড় ভালো পারফর্ম করেন, সেক্ষেত্রে এটা নিয়ে আলোচনা হতে পারে। তবে বিষয়টি এখনো উন্মুক্ত রয়েছে। আমরা এখনো দল গঠনের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো কৌশল হাতে নিইনি। নির্বাচক প্যানেল গঠন হলেই আমরা নির্দিষ্ট নির্বাচন পলিসি তৈরি করবো।’

এর আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডের বর্তমান চেয়ারম্যান নাজাম শেঠি দায়িত্ব নেওয়ার পর মোহাম্মদ আমিরের বিষয়ে বলেছিলেন, ‘আমি শুনেছি আমির অবসর ভেঙে ফিরতে চায়। এটা দেখে ভালো লাগছে যে সে এখনও খেলছে। সে যদি ধারাবাহিকভাবে পারফর্ম করতে থাকে তাহলে সে অন্যান্য খেলোয়াড়দের মতো দলে জায়গা পাওয়ার জন্য বিবেচিত হবে। আমির যদি তার অবসর ভেঙে ফিরতে চায় তাহলে পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে বাঁধা নেই।’

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়