ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভারত, আমি আসছি: খাজা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪২, ২ ফেব্রুয়ারি ২০২৩  
ভারত, আমি আসছি: খাজা

তৃতীয়বারের মতো ভারতের বিমান ধরতে গিয়ে বাধাগ্রস্ত হলেন অস্ট্রেলিয়ার পাকিস্তানি ক্রিকেটার উসমান খাজা। বোর্ডার-গাভাস্কার ট্রফিতে অংশ নিতে মঙ্গলবার ও বুধবার দুই দলে ভাগ হয়ে ক্রিকেটাররা ভারতে রওনা হলেও ফ্লাইটে জায়গা হয়নি তার। ভিসা জটিলতায় বিলম্বিত হয় তার আসা। অবশেষে বৃহস্পতিবার ভারতের বিমানে উঠতে পেরেছেন অজি তারকা ক্রিকেটার।

বুধবার দ্বিতীয় দলের সঙ্গে আসতে গিয়ে ধাক্কা খান খাজা। ভিসা জটিলতার কারণে তাকে একাই দেশে থাকতে হয়। সোশ্যাল মিডিয়ায় একটি মিমি দিয়ে অজি তারকা লেখেন, ‘আমার ভারতীয় ভিসা পাওয়ার জন্য অপেক্ষা করছি এভাবে...।’

আরো পড়ুন:

অবশেষে জটিলতার অবসান ঘটেছে। বৃহস্পতিবার ভারতের উদ্দেশ্যে ওঠা বিমানে বসে থাকার হাস্যোজ্জ্বল ছবি পোস্ট করে খাজা ইনস্টাগ্রামে লিখেছেন, ‘ভারত, আমি আসছি।’

আগামী ৯ ফেব্রুয়ারি নাগপুরে শুরু হচ্ছে চার ম্যাচের টেস্ট সিরিজ। প্যাট কামিন্সের দলের সঙ্গে শিগগিরই যোগ দিতে যাচ্ছেন অস্ট্রেলিয়ার বর্ষসেরা টেস্ট খেলোয়াড়।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়