ঢাকা     বুধবার   ০৮ মে ২০২৪ ||  বৈশাখ ২৫ ১৪৩১

বড় জয়েও আনচেলত্তির আক্ষেপ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫১, ৯ ফেব্রুয়ারি ২০২৩  
বড় জয়েও আনচেলত্তির আক্ষেপ

মরক্কোতে বুধবার মিশরীয় ক্লাব আল আহলিকে ৪-১ গোলে হারিয়ে ক্লাব বিশ্বকাপের ফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ। ফরোয়ার্ড করিম বেনজেমা, গোলকিপার থিবো কোর্তোয়াকে ছাড়া মাঠে নেমেছিল তারা। দুই গোলে পিছিয়ে থেকেও রিয়ালকে একটি গোল শোধ দিয়ে ম্যাচে উত্তেজনা ফেরায় আল আহলি। শেষ পর্যন্ত ইনজুরি টাইমে দুটি গোল করে বড় জয় নিশ্চিত করে মাদ্রিদ ক্লাব।

আল আহলির গোছালো রক্ষণভাগে চিড় ধরাতে বেশ ভুগতে হয়েছিল রিয়ালকে। ২৮তম মিনিটে ভিনিসিউসের শট গোলবার ঘেষে যায় এবং রদ্রিগো পোস্টে আঘাত করেন। তবে বিরতির আগে আলি দিয়েংয়ের দুর্বল পাস মাহমুদ মেতওয়ালির কাছে যেতেই বল ছিনিয়ে নিয়ে গোল করেন ভিনিসিউস। রিয়ালের জার্সিতে এটি ছিল ব্রাজিলিয়ানের ৫০তম গোল।

বিরতির পর ফেডেরিকো ভালভার্দে ব্যবধান বাড়ান। রদ্রিগোর পয়েন্ট ব্ল্যাংক শট গোলকিপার ফিরিয়ে দিলে খালি জালে বল জড়ান তিনি। মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি বলেন, ‘২-০ তে থাকার সময় আমরা ভেবেছিলাম মখেলা শেষ, কিন্তু ফুটবল এটা নয়। আমাদের আরো ভালো করতে হতো, আমাদের ছন্দ পড়ে গিয়েছিল, আমরা নিয়ন্ত্রণ হারিয়েছিলাম, আমরা ভেবেছিলাম জিতে গেছি। কিন্তু তেমনটা নয়। আমাদের শেষ পর্যন্ত ভালো খেলতে হবে এবং মনোযোগ ধরে রাখতে হবে।’

ভিনিসিউস দুইবার ব্যবধান বাড়ানোর সুযোগ হারান এবং আল আহলি পেনাল্টি থেকে গোল শোধ দেয়। আলি মালুলের ওই গোল প্রাণ ফেরায় আল আহলির ক্যাম্পে। আফশা সমতা ফেরানোর সহজ সুযোগ নষ্ট করেন। রিয়ালের লুকা মদরিচ ম্যাচ শেষ হওয়ার তিন মিনিট আগে পেনাল্টি নষ্ট করেন।

এই মৌসুমে আরেকটি পেনাল্টি মিস নিয়ে আনচেলত্তি বলেছেন, ‘আমাকে আরো ভালো নির্বাচন করতে হবে। মাঝেমধ্যে আপনি পেনাল্টি মিস করতে পারেন, লুকা সবসময় ভালোভাবে গোল করেছে। কিন্তু আমাদের সেরাটা বাছাই করতে হবে, এটা একদম স্পষ্ট, করিম, মদরিচ ও আসেনসিও। পেনাল্টি অনুশীলন করা কঠিন, ট্রেনিংয়ে সেই আবহ তৈরি করতে পারবেন না।’

রদ্রিগো ও বদলি নামা আরিবাস ইনজুরি টাইমে দুটি গোল করে জয় নিশ্চিত করে রিয়াল। শনিবার রাবাতে ফাইনালে তারা মুখোমুখি হবে সৌদি আরবের আল হিলালের। আনচেলত্তি বললেন, ‘আমরা ফাইনাল খেলার অনেক উদ্দীপনা নিয়ে এখানে এসেছি। ফাইনাল খেলার উত্তেজনা আমাদের আছে, একই সঙ্গে উদ্বেগও। আমাদের বিশ্রাম নিতে হবে, যদিও সময় বেশি নেই। জেতার জন্য আমাদের ভালো বিশ্রাম দরকার।’

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়