ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

‘দুঃখের বিষয় যখন দল ভালো করে না তখন গ্রুপিংয়ের বিষয় উঠে আসে’

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৮, ২৬ ফেব্রুয়ারি ২০২৩   আপডেট: ১৫:৪৭, ২৬ ফেব্রুয়ারি ২০২৩
‘দুঃখের বিষয় যখন দল ভালো করে না তখন গ্রুপিংয়ের বিষয় উঠে আসে’

বর্তমানে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় সমস্যা হিসেবে গ্রুপিংকে দেখছেন খোদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। কিন্তু ওয়ানডে অধিনায়াক তামিম ইকবাল জাতীয় দলে কখনো গ্রুপিং দেখেননি জানিয়ে বলেছেন, দল যখন ভালো করে না তখন এরকম বিষয় (গ্রুপিং) উঠে আসছে।

ইংল্যান্ড সিরিজের আগে রোববার (২৬ ফেব্রুয়ারি) মিরপুরে সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘দুঃখের বিষয় যখন দল ভালো করে না তখন এ জিনিসটা (গ্রুপিং) উঠে আসে। একটা দল যখন একটা সংস্করণে এত ভালো করছে, আমি একই কথা বললাম, ওই (ক্যারিয়ারের শুরু থেকে) সময় দেখিনি, এখনও দেখছি না। আমার জানামতে সবকিছুই সুন্দর।’

এর আগে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইটে দেওয়া সাক্ষাতকারে বিসিবি সভাপতি বলেছেন, ‘বাংলাদেশ ক্রিকেটের এই মুহূর্তে সবচেয়ে বড় সমস্যা- এই গ্রুপিং এবং এটাই বাস্তবতা। আমার আর কিছুতে সমস্যা নেই। আমি শুধুমাত্র এই গ্রুপিং নিয়ে ভীত এবং আমি সম্প্রতি এ ব্যাপারে জানতে পেরেছি। বিশ্বকাপেও তাদের হোটেলে না থাকা সত্ত্বেও যা দেখেছি, শুনেছি… আমি বিশ্বাস করতে পারছি না এটা কীভাবে সম্ভব। সুন্দর ভবিষ্যৎ দেখতে হলে আমাদের এর অবসান ঘটাতে হবে। কারণ, একটা জিনিস সবারই বোঝা দরকার তা হলো গ্রুপিং করার সুযোগ নেই।’

একদিন বাদেই তামিম যেন বিসিবি সভাপতির এমন গুরুতর অভিযোগ এক প্রকার উড়িয়ে দিলেন, ‘আমি ১৬ বছর আগেও গ্রুপিং দেখিনি, ১০ বছর আগেও দেখিনি, এখনও দেখিনি। সবশেষ ৬ মাসে আমি দলের সঙ্গে ছিলাম না, এই জিনিসটা যদি এই ৬ মাসে হয়ে থাকে তা আমি জানি না। ড্রেসিংরুম সবশেষ ৩-৪ দিন ধরে আছি এরকম কিছু দেখিনি। সবাই উপভোগ করছে, আমরা সবাই মজা করি। আমরা সবাই উপভোগ করছি।’

সাকিব-তামিমের ব্যক্তিগত সম্পর্কের অবনতি থেকে মূলত গ্রুপিংয়ের মতো বিষয় উঠে আসছে। তামিম এই কথারও স্পষ্ট জবাব দিয়েছেন। তার কাছে মাঠে সাকিবের সঙ্গে সম্পর্কটা গুরুত্বপূর্ণ। মাঠের বাইরে কি হচ্ছে বা কি হবে এটা কোনো বিষয় না।

রিয়াদ/আমিনুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়