ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘আপনারা যদি সাকিবকে এনওসি দিয়ে থাকেন দিতে পারেন, আমরা এখনো দেইনি’

ক্রীড়া প্রতিবেদক, চট্টগ্রাম থেকে || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৫, ৩১ মার্চ ২০২৩   আপডেট: ১৯:১৭, ৩১ মার্চ ২০২৩
‘আপনারা যদি সাকিবকে এনওসি দিয়ে থাকেন দিতে পারেন, আমরা এখনো দেইনি’

সাকিব আল হাসান ও লিটন দাস ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পুরো মৌসুমের জন‌্য অনাপত্তিপত্র পাচ্ছেন তা চাওড় হয়ে পড়ে বেশ কিছু গণমাধ‌্যমে। তবে বিসিবি থেকে আসছিল না আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত।

শুক্রবার আয়ারল‌্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি শেষে গণমাধ‌্যমের মুখোমুখি হন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সেখানে সাফ জানিয়েছেন, বিসিবি এখনো আগের সিদ্ধান্ততেই আছে। নতুন করে তাদের আইপিএল যাত্রা নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। বরং পুনরায় আইপিএল নিয়ে প্রশ্ন উঠায় বিরক্তি প্রকাশ করেন তিনি। 

চট্টগ্রামে নাজমুল হাসান বলেন, ‘আবার একই প্রশ্ন। কতদিন করবেন এই প্রশ্ন?’ সিদ্ধান্ত বদল হয়েছে কিনা জানতে চাইলে নাজমুল হাসানের বিরক্তির মাত্রাও বেড়ে যায়, ‘মত বদলিয়েছি মানে? আমরা ওদেরকে বলেছি...আইপিএল থেকে যখন ওদের নিয়ে জানতে চাওয়া হয়েছিল, ওরা কখন অ‌্যাভেইলেভেল, আমরা জানিয়ে দিয়েছি। সেই অনুযায়ী ওদের নেওয়া হয়েছে। আমরা সেই অনুযায়ী তাদেরকে ছেড়ে দেব। এরপর সিদ্ধান্ত যদি কোনোদিন পরিবর্তন হয় তাহলে বিসিবি আপনাদের জানাবে।’

‘এটাই আমি বলছি বারবার। আমরা তো কিছু জানাইনি। আপনারা যদি এনওসি দিয়ে থাকেন তাহলে দিতে পারেন। আমরা এখনো দেইনি। আমরা এর বাইরে কিছু জানি না। একটা কথা বারবার বলতে হয়, প্রতিবার একই কথা বলে যাচ্ছি আপনাদের এবং এমনও দেখেছি, শুনেছি এনওসি নাকি দিয়েই দেওয়া হয়েছে। আশ্চর্য কথা! আমরা জানি না এটাই হলো সমস‌্যা।’ - যোগ করেন নাজমুল হাসান। 

জাতীয় দলের হয়ে খেলা থাকায় সাকিব ও লিটনকে ২৪ দিনের এনওসি দিয়েছে বিসিবি। কিন্তু গুঞ্জন ছড়িয়েছে, সাকিব আয়ারল‌্যান্ডের বিপক্ষে টেস্ট না খেলে আইপিএলে যাবেন। ৪ এপ্রিল মিরপুরে আয়ারল‌্যান্ডের বিপক্ষে টেস্ট শুরু। বিসিবি এখনো দল ঘোষণা করেনি। সাকিব টেস্ট খেলবেন কিনা জানতে চাওয়া হয়েছিল নাজমুল হাসানের কাছে। কিন্তু বোর্ড প্রধানের রহস‌্যময় উত্তরে আরো প্রশ্নেরই জন্ম হচ্ছে।

‘সেটা পরে (আয়ারল‌্যান্ডের বিপক্ষে টেস্ট খেলবে কিনা?)। এখন পর্যন্ত, প্রথম টেস্ট নাও খেলতে পারে। তার মানে এই তো না যে আইপিএল খেলতে যাচ্ছে। এগুলো মিলাবেন না সবকিছু একসাথে। একটা নিয়ে থাকেন। একটা একটা করে আসেন।’  

তবে সাকিবের টেস্ট না খেলার কারণ দেখেন না তিনি, ‘আমি টেস্ট না খেলার কোনো কারণ দেখি না। ইনজুরিতে তো নেই। তাহলে খেলবে না কেন? একটা কারণ তো থাকতে হয় না খেলার পেছনে। আমি এভাবে দেখি আর কি। ঠিক আছে...।’ 

চট্টগ্রাম/ইয়াসিন/রিয়াদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়