ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

শেখার রোমাঞ্চ নিয়ে কলকাতায় লিটন

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৮, ৯ এপ্রিল ২০২৩   আপডেট: ২২:২৭, ৯ এপ্রিল ২০২৩
শেখার রোমাঞ্চ নিয়ে কলকাতায় লিটন

রিংকু সিং। কলকাতা নাইট রাইডার্সের প্রাণভোমরা। রোববার অবিশ্বাস‌্য এক ম‌্যাচ জিতিয়েছেন বাঁহাতি ব‌্যাটসম‌্যান। শেষ ওভারে ৫ ছক্কা মেরে দলকে রুদ্ধশ্বাস জয় উপহার দিয়েছেন। কলকাতার এমন জয় উল্লাসের দিনে নাইট শিবিরে যোগ দিয়েছেন বাংলাদেশি ওপেনার লিটন দাস। 

৫০ লাখ রুপিতে প্রথমবার লিটনকে দলে নিয়েছে কলকাতা। বিশ্বের সেরা ফ্রাঞ্চাইজি লিগে প্রথমবার খেলার সুযোগ পেয়েছেন ডানহাতি ওপেনার। সন্ধ‌্যার ফ্লাইটে ঢাকা থেকে কলকাতা উড়াল দিয়েছেন লিটন। যাওয়ার আগে বিমানবন্দরে আইপিএল নিয়ে নিজের রোমাঞ্চ প্রকাশ করেছেন এভাবে, ‘এটা একটা সুযোগ আমি মনে করি। এরকম একটা ইভেন্টে কখনও যেতে পারিনি, প্রথমবার আমার জন্য। অবশ্যই ভালো লাগার, আমি খুশি।’ 

আইপিএলে নিজের প্রথম সফরে খেলার সুযোগ পাবেন কিনা লিটন নিশ্চিত নন। তবে সুযোগ পেলে সেটাকে কাজে লাগানোর তীব্র তাড়না তার, ‘তারা যদি খেলাতে পারে আমি খেলবো। তেমন কোনো লক্ষ্য নির্ধারণ করা নেই। যদি সুযেোগ থাকে ভালো ক্রিকেট খেলবো। সমর্থকদের উদ্দেশ্যে একটা কথা বলবো, এখানে যেমন সমর্থন করেন ওইখানেও সমর্থন করবেন। সমর্থন করলে ভালো কিছুই হয়।’ 

শেষ এক-দেড় বছরে লিটন নিজেকে এমন অবস্থানে নিয়ে গেছেন যেখানে তার থেকে প্রত‌্যাশা আকাশচুম্বি। ফরম‌্যাট যেটাই হোক, ২২ গজে তার পদার্পন মানেই রানের ফোয়ারা। রান আবার যেন তেন রান নয়, আগ্রাসী ক্রিকেট খেলেই প্রতিপক্ষের বোলারদের এলোমেলো করা ইনিংস। তাতে নিজের আলাদা ব্র‌্যান্ড তৈরি করেছেন ২৮ বছর বয়সী ক্রিকেটার। তার কথায় পাওয়া যায় সেই আত্মবিশ্বাস, 

‘সংস্করণ যেরকমই হোক, আমার কাছে মনে হয়েছে আমি এভাবে খেললে আমার জন্য ভালো অপশন হবে। তাই এভাবেই আমি খেলছি। প্রস্তুত বলতে, অবশ্যই অনুশীলন করেছি অনেকদিন ধরে। অনেকদিন ধরে খেলছি। একজন ওপেনার হিসেবে সব জায়গায় আত্মবিশ্বাস তো থাকাই লাগবে। কিন্তু দলটাও ভিন্ন দল। কখনই ফ্র্যাঞ্চাইজি লিগ আমি খেলতে যাইনি (আইপিএল)। তারা যদি খেলায় অবশ্যই চেষ্টা করবো ভালো খেলার। ’

লিটনের মতো একই বিমান ধরার সুযোগ ছিল সাকিব আল হাসানের। কলকাতা নিলাম থেকে দলে ভিড়িয়েছিল পুরোনো সৈনিককে। কিন্তু পারিবারিক কারণ দেখিয়ে সাকিব আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। সাকিব থাকলে এবারের গল্পটা আরো ভিন্ন হতে পারত বলে বিশ্বাস করেন লিটন, ‘এটা ভিন্ন গল্প এখন। অবশ্যই যদি যেতে পারতাম খুব ভালো লাগতো। একই দেশের খেলোয়াড়, একই ড্রেসিংরুম শেয়ার করতাম, খুব ভালো লাগতো। কোনো কারণে হয়ত তিনি যাচ্ছেন না।’ 

লিটন ২৪ দিনের অনাপত্তিপত্র পেয়েছেন। পহেলা মে তাকে ফিরতে হবে জাতীয় দলের খেলা থাকায়। এর আগে যতদিন সময় পান নিজের অভিজ্ঞতার ঝুলি সমৃদ্ধ করত চান, ‘এটা একটা শেখার প্রক্রিয়া। অবশ্যই আমি ২০-২৫ দিন যে কয়দিনই থাকব, সবগুলা মাঠের ধারনা নেওয়ার চেষ্টা করবো যা ভবিষ্যতে কাজে দেবে।’

ঢাকা/ইয়াসিন

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়