ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

নতুন অধিনায়কদের বিশ্বকাপ

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৬, ২৪ এপ্রিল ২০২৩   আপডেট: ১৬:২৮, ২৪ এপ্রিল ২০২৩
নতুন অধিনায়কদের বিশ্বকাপ

অক্টোবর-নভেম্বরে ভারতে বসতে যাচ্ছে ওয়ানডে বিশ্বকাপ। এবারের বিশ্বকাপ ব্যতিক্রম এক ঘটনার সাক্ষী হতে যাচ্ছে। ২০১৯ বিশ্বকাপে অধিনায়কত্ব করাদের মধ্যে একজনও নেই এবারের আসরে অধিনায়কের দায়িত্বে। আগের বারের কোনও অধিনায়কই পরের বার আর নেই, এমন কী বিশ্বকাপজয়ী অধিনায়কও আর দলে নেই। ক্রিকেটে এমন ঘটনা প্রথমবার ঘটতে যাচ্ছে। 

গতবারের মতো এবারও বিশ্বকাপে খেলবে ১০ দেশ। গতবার অধিনায়কদের তালিকায় ছিলেন বাংলাদেশের মাশরাফি বিন মুর্তজা, অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ, আফগানিস্তানের গুলবাদিন নাইব, ইংল্যান্ডের এউয়ন মরগ্যান, ভারতের বিরাট কোহলি, নিউ জিল্যান্ডের কেন উইলিয়ামসন, পাকিস্তানের সরফরাজ আহমেদ, দক্ষিণ আফ্রিকার ফাফ ডু প্লেসিস, শ্রীলঙ্কার দিমুথ করুণারত্নে, ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার। 

তারা কেউই এখন অধিনায়ক নন। সবগুলো দল খেলবে নতুন অধিনায়কের নেতৃত্বে।   

মাশরাফি বিন মুর্তজা অধিনায়কত্ব ছাড়ার পর তামিম ইকবাল পান ওয়ানডে দলের দায়িত্ব। তার নেতৃত্বে আইসিসি ওয়ানডে সুপার লিগে ভালোভাবে পারফর্ম করে বাংলাদেশ এরই মধ্যে নিশ্চিত করেছে বিশ্বকাপ। তবে তামিমই বাংলাদেশকে ওয়ানডে বিশ্বকাপে নেতৃত্ব দেবেন কিনা তা নিশ্চিত নয়। বিসিবি সিরিজ বাই সিরিজ অধিনায়কের নাম ঘোষণা করছে। দীর্ঘ সময়ের জন্য তামিম পাননি অধিনায়কত্ব। 

ভারতের দলের দায়িত্বে আছেন রোহিত শর্মা। বিরাট কোহলি দলে থাকলেও তাকে সরিয়ে দেওয়া হয়েছে। রোহিতের নেতৃত্বেই স্বাগতিকরা খেলবে বিশ্বকাপ। অস্ট্রেলিয়া দলের অধিনায়ক প্যাট কামিন্স। ফিঞ্চ অবসর নিয়ে নিয়েছেন। পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত পাকিস্তানের দায়িত্বে আছেন বাবর। ফাফ ডু প্লেসিসের জায়গায় দক্ষিণ আফ্রিকাকে এখন নেতৃত্ব দিচ্ছেন তেম্বা বাভুমা। 

২০১৯ বিশ্বকাপ জেতা এউয়ন মরগ্যান অবসরে গেছেন। জস বাটলার দেবেন বর্তমান চ্যাম্পিয়নদের নেতৃত্ব। এছাড়া আফগানিস্তানের অধিনায়ক এখন হাসমতউল্লাহ শাহিদি। 

বিশ্বকাপে এখনও পর্যন্ত আটটি দল প্রায় নিজেদের জায়গা পাকা করে ফেলেছে। ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, বাংলাদেশ, নিউ জ়িল্যান্ড, আফগানিস্তান এবং পাকিস্তানের জায়গা পাকা। দক্ষিণ আফ্রিকা প্রায় নিজেদের জায়গা পাকা করে নিয়েছে। বাকি দুটি দল কারা হবে সেটা জানতে কিছু সময়ে অপেক্ষা করতে হবে। 

যোগ্যতা অর্জন করতে পারলে শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজ় দলও গত বারের অধিনায়ক নিয়ে খেলতে আসবে না। শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শনাকা এবং ক্যারিবিয়ান দলের নেতৃত্বে রয়েছেন শাই হোপ।

২০২৩ আইসিসি ওয়ানডে বিশ্বকাপ আগামী ৫ অক্টোবর থেকে শুরু হয়ে ১৯ নভেম্বর শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে, কোয়ালিফাইং ইভেন্টটি ১৮ জুন থেকে ৯ জুলাইয়ের মধ্যে জিম্বাবুয়েতে অনুষ্ঠিত হবে।

ঢাকা/ইয়াসিন

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়