ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঘরের মাঠে আবারও হারলো মেসি-এমবাপ্পেরা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৭, ১ মে ২০২৩   আপডেট: ১২:০০, ১ মে ২০২৩
ঘরের মাঠে আবারও হারলো মেসি-এমবাপ্পেরা

ঘরের মাঠে আবারও হার মেনেছে প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি)। রোববার রাতে দশজনের পিএসজিকে ৩-১ গোলে হারিয়ে দিয়েছে লরিয়ঁ। ২০২৩ সালে সব ধরনের প্রতিযোগিতায় এটা পিএসজির নবম হার।

এই হারে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা মার্সেইর সঙ্গে পয়েন্ট ব্যবধানও কমেছে পিএসজির। ৩৩ ম্যাচ থেকে পিএসজির সংগ্রহ ৭৫ পয়েন্ট। সমান ম্যাচ থেকে মার্সেইর সংগ্রহ ৭০। লিগের পরবর্তী পাঁচ ম্যাচে আর দুই একবার পা হড়কালে ফ্রেঞ্চ লিগ ওয়ানের শিরোপা জয় কঠিন হয়ে যেতে পারে প্যারিসিয়ানদের জন্য।

আরো পড়ুন:

এদিন পার্ক দেস প্রিন্সে ম্যাচের ১৫ মিনিটেই পিছিয়ে পড়ে পিএসজি। এ সময় লরিয়ঁর এনজো লি ফি গোল করে এগিয়ে নেন দলকে। ে২০ মিনিটের মাথায় দশজনের দলে পরিণত হয় পিএসজি। এ সময় দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন আশরাফ হাকিমি।

অবশ্য ২৯ মিনিটে কালিয়ান এমবাপ্পে গোল করে সমতা ফেরান। আর বিরতিতে যাওয়ার আগে (৩৯ মি.) ডারলিনে ইয়ংওয়ার গোলে আবার এগিয়ে যায় লরিয়ঁ।

বিরতির পর দশজন নিয়ে গোল শোধ দিতে মরিয়া হয়ে চেষ্টা করলেও আর জালের নাগাল পায়নি দ্য রেড অ্যান্ড ব্লুজরা। উল্টো ৮৮ মিনিটে গোল হজম করে বসে তারা। গোলটি করেন লরিয়েঁর বামবা দিয়েং।

শেষ পর্যন্ত ঘরের মাঠে ৩-১ ব্যবধানের হার নিয়ে মাঠ ছাড়ে মেসি-এমবাপ্পেরা।

এই জয়ে ৩৩ ম্যাচ থেকে ৪৮ পয়েন্ট নিয়ে লরিয়ঁ উঠে এসেছে পয়েন্ট টেবিলের দশম স্থানে।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়