ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সহজ ম‌্যাচ কঠিন করে জিতল আবাহনী

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩১, ৭ মে ২০২৩  
সহজ ম‌্যাচ কঠিন করে জিতল আবাহনী

লিজেন্ডস অব রূপগঞ্জকে ৪ উইকেটে হারিয়ে ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের পথে আরও একধাপ এগিয়ে গেল আবাহনী লিমিটেড।

কিন্তু সুপার লিগের তৃতীয় ম‌্যাচ জিততে ঘাম ঝরাতে হয়েছে তাদের। রিপন মণ্ডলের ৪৫ রানে ৪ উইকেটে রূপগঞ্জের স্কোরকে বড় হতে দেয়নি আবাহনী। ২৩০ রানে আটকে যায় মাশরাফি বিন মুর্তজাদের ব‌্যাটিং ইনিংস। সহজ এই লক্ষ‌্য তাড়া করতে নেমে ১০ ওভার হাতে রেখে জিতলেও ৬ উইকেট হারায় আবাহনী।

আরো পড়ুন:

ম‌্যাচে একটা সময় রোমাঞ্চও তৈরি হয়েছিল। রূপগঞ্জ আর একটি উইকেট পেলে আবাহনীর লেজের ব‌্যাটসম‌্যানদের কঠিন পরীক্ষা দিতে হতো। কিন্তু লক্ষ‌্য নাগালে থাকায় হাত থেকে ম‌্যাচ ফঁসকে যায়নি। সুপার লিগে আবাহনীর এটি টানা তৃতীয় জয়। ২৬ পয়েন্ট নিয়ে তারা আছে শীর্ষে। রূপগঞ্জের তিন ম‌্যাচে দ্বিতীয় পরাজয়। শিরোপা থেকে তারা অনেকটাই ছিটকে গেছে।

বিকেএসপিতে আবাহনীর জয়ের নায়ক রিপন। ডানহাতি পেসার গুরুত্বপূর্ণ সময়ে ৪ উইকেট নিয়ে রূপগঞ্জের ব‌্যাটসম‌্যানদের থামিয়ে রাখেন। ৮.২ ওভারে ৪৫ রানে ৪ উইকেট নেন। এছাড়া পাকিস্তানের খুশদীল শাহ ৪২ রানে পান ২ উইকেট। ১টি করে উইকেট পেয়েছেন নাহিদুল ইসলাম, তানজিম সাকিব ও তানবীর ইসলাম।

রূপগঞ্জের ব‌্যাটসম‌্যানরা ভালো শুরু না পেলেও মধ‌্যভাগে দলের হাল ধরেন ইরফান শুক্কুর ও চিরাগ জানি। দুজনই পেয়েছেন ফিফটি। তাতে ৩৫ রানে ৩ উইকেট হারানোর পর লড়াই করেছিল রূপগঞ্জ। কিন্তু চিরাগ ৫০ ও শুক্কুর ৫২ রানে ফিরলে চাপে পড়ে। সেখান থেকে জাওয়াদ রোয়েনের ৪৬ রানে রূপগঞ্জের রান দুই’শ এর কাছাকাছি যায়। অধিনায়ক মাশরাফি সাতে নেমে ২২ বলে ২টি করে চার ও ছক্কায় ২৬ রান করেন। তানবীর ১৫ বলে ১৮ রান তুলে রাখেন অবদান। 

সহজ লক্ষ‌্য তাড়া করতে নেমে আবাহনীর দুই ওপেনার এনামুল ও নাঈম ভালো শুরু এনে দেন। ৭২ রানের জুটি বাঁধেন। এ জুটি ভাঙেন মাশরাফি। অফস্পিনে ৩৩ রান করা এনামুলকে এলবিডব্লিউ করেন। সেখান থেকে নাঈম শেখের ৫৬ ও জয়ের ৬৭ রানে সহজেই জয়ের পথে এগিয়ে যায় আবাহনী। কিন্তু দ্রুত কয়েকটি উইকেট তুলে রূপগঞ্জ ম‌্যাচ জমিয়ে তুলে। মুক্তার আলী ৩ উইকেট নেন। তানবীর ও আব্দুল হালিম নেন ১টি করে উইকেট।

কিন্তু সপ্তম উইকেটে খুশলিদ শাহ ও নাহিদুল দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন। খুশদিল ২২ ও নাহিদুল ১০ রানে অপরাজিত থাকেন। এর আগে আফিফ ৩৩ রানে আউট হন। মোসাদ্দেক ৭ ও জাকের শূন‌্যরানে ফেরেন ড্রেসিংরুমে।

মুক্তার ৩৮ রানে ৩ উইকেট নেন। মাশরাফি ৪৬ রানে পেয়েছেন ১ উইকেট।

ইয়াসিন/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়