ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

এখনো স্বপ্ন দেখছে মিলান, ইন্টারের পা মাটিতেই

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫২, ১১ মে ২০২৩   আপডেট: ১৪:৫৮, ১১ মে ২০২৩
এখনো স্বপ্ন দেখছে মিলান, ইন্টারের পা মাটিতেই

৩ মিনিটের ব্যবধানে ২ গোলে ঘরের মাঠে ইন্টার মিলানের কাছে কুপেকাত এসি মিলান। চ্যাম্পিয়ন্স লিগের সেমি ফাইনালের প্রথম লেগে মিলান ডার্বিতে হেরে পিছিয়ে গেছে এসি মিলান। তবুও হাল ছাড়ছে না তারা।

ব্যবধান ২ গোল। দ্বিতীয় লেগে ড্র হলে কিংবা ১-০ গোলে হারলেও ফাইনালে নাম লেখাবে ইন্টার। কাজটা মিলানের জন্য কঠিনও বটে। আরও খেলতে হবে ইন্টারের ঘরের মাঠে।

আরো পড়ুন:

সবকিছু জেনে-বুঝে মেনেই মিলান কোচ স্টেফানো পিওলি বলছেন, তার শিষ্যদের ফল বদলে দেওয়ার সামর্থ্যের কথা, ‘আজ ওরা গোল করেছে, আমরা গোল করতে পারিনি। কিন্তু আমাদের সামর্থ্য আছে ফিরতি লেগে ফল বদলে দেওয়ার।’

ম্যাচে ৮ মিনিটে প্রথম গোলটি করেন জেকো। প্রথম লেগে জয়ে এগিয়ে গেলেও মাটিতে পা রাখছেন তিনি, ‘আজ আমরা দারুণ একটা ফল পেয়েছি, কিন্তু এখনো কিছুই শেষ হয়নি। চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে অসাধারণ দলগুলোই খেলতে আসে। সুতরাং আমাদের সতর্ক থাকতে হবে এবং আজকের মতোই মনযোগী হয়ে খেলতে হবে।’

জেকোর ৩ মিনিট বাদেই হেনরিখ মাখিতারিয়ান দ্বিতীয়বারের মতো লক্ষ্যভেদ করেন। দ্বিতীয় ম্যাচেও জিতে তবে ফাইনালের কথা ভাববেন এই মিডফিল্ডার, ‘আমি এখনই ফাইনালের কথা ভাবছি না। আরেকটা গুরুত্বপূর্ণ ম্যাচ রয়ে গেছে আমাদের পরের সপ্তাহে। সেটা খেলি, তারপর দেখা যাক আমরা ফাইনালে যেতে পারি কি না।’

ইন্টার মিলান সবশেষ ইউসিএল চ্যাম্পিয়ন হয়েছে ২০১০ সালে। আর ২০০৭ সালে সবশেষ ট্রফি এসেছিল মিলানের ঘরে। ২০১০ এর পর থেকে কোনো ইতালিয়ান ক্লাব চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি জেতেনি। ১৬ মে দ্বিতীয় লেগে জয়ী দল ফাইনালে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ কিংবা ম্যানচেস্টার সিটির সঙ্গে। 

ঢাকা/রিয়াদ 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়