ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিশ্বকাপের সংক্ষিপ্ত তালিকায় ১০ শহরের ১৫ ভেন্যু

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৮, ২৮ মে ২০২৩   আপডেট: ১৭:৩৭, ২৮ মে ২০২৩
বিশ্বকাপের সংক্ষিপ্ত তালিকায় ১০ শহরের ১৫ ভেন্যু

ভারতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপের সূচি চূড়ান্ত হয়নি এখনো। তবে প্রায় গুছিয়ে আনা হয়েছে। সে কারণে সেটা এখনো প্রকাশ করা হয়নি। আগামী মাসে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ চলাকালিন চূড়ান্ত সূচি প্রকাশ করবে আইসিসি। তবে বিশ্বকাপ নিয়ে শনিবারের বিশেষ সভায় ভেন্যু নিয়ে আলোচনা হয় এবং ভেন্যুর সংক্ষিপ্ত তালিকায় ১০টি শহরের ১৫টি স্টেডিয়ামকে রাখা হয়েছে।

ভেন্যুগুলো হলো- আহমেদাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, ধর্মশালা, গৌহাটি, হায়দরাবাদ, কলকাতা, লক্ষ্ণৌ, ইন্দোর, রাজকোট, মুম্বাই ও কেরালার ত্রিবান্দ্রাম। এছাড়া সংক্ষিপ্ত তালিকায় আরও আছে- নাগপুর ও পুনে।

আরো পড়ুন:

সভা শেষে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের (বিসিসিআই) সাধারণ সম্পাদক জয় সাহা বলেন, ‘দশ দলের বিশ্বকাপ ৫ অক্টোবর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। বিসিসিআই এখনো সূচি চূড়ান্ত করেনি। কারণ, বিশ্বকাপ শুরু হতে এখনো চার মাস বাকি। তবে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল চলাকালিন চূড়ান্ত সূচি প্রকাশ করবে আইসিসি।’

ভারতের ১০টি শহরের ১২ থেকে ১৫টি ভেন্যুতে ৪৬ দিনে বিশ্বকাপের মোট ৪৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়