ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

আইপিএলের চ্যাম্পিয়ন দল কতো টাকা প্রাইজমানি পাবে?

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫০, ২৮ মে ২০২৩   আপডেট: ১৯:২৯, ২৮ মে ২০২৩
আইপিএলের চ্যাম্পিয়ন দল কতো টাকা প্রাইজমানি পাবে?

রাতে আইপিএলের ষোড়শ আসরের ফাইনালে মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস ও গুজরাট টাইটান্স। চেন্নাই চ্যাম্পিয়ন হলে পঞ্চমবারের মতো শিরোপা শোকেসে উঠবে তাদের। আর গুজরাট চ্যাম্পিয়ন হলে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতবে তারা।

তার আগে চলুন জানা যাক এবারের আসরে চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দল কে কতো টাকা প্রাইজমানি পাবে।

২০০৮ সালে প্রথম আসরে চ্যাম্পিয়ন দলের প্রাইজমানি ছিল ৪.৮ কোটি রূপি। ২০০৯ সালেও ছিল একই পরিমাণ। ২০১০ সালে সেটা বেড়ে হয় ১০ কোটি। ২০১৪ সাল পর্যন্ত একই থাকে। ২০১৫ সালে বেড়ে হয় ১৫ কোটি।

২০১৬ সালে আইপিএলের চ্যাম্পিয়ন দলের প্রাইজমানি করা হয়েছিল ২০ কোটি রূপি। এরপর ২০১৭ সালে সেটা কমে হয় ১৫টি। ২০১৮ ও ২০১৯ সালে আবার হয় ২০ কোটি। ২০২০ সালে ছিল ১০ কোটি রূপি।

কিন্তু ২০২১ সাল থেকে আইপিএলের চ্যাম্পিয়ন দলের প্রাইজমানি আবার ২০ কোটি করা হয়। এবারও যথারীতি চ্যাম্পিয়ন দল ২০ কোটি রূপি তথা ২৬ কোটি টাকা। আর রানার্স-আপ দল পাবে ১৩ কোটি রূপি তথা ১৭ কোটি টাকা।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়