ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

এফএ কাপের ফাইনালে মার্শালকে পাচ্ছে না ম্যানইউ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৪, ৩১ মে ২০২৩  
এফএ কাপের ফাইনালে মার্শালকে পাচ্ছে না ম্যানইউ

শনিবার এফএ কাপের ফাইনালে মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি ও ম্যানচেস্টার ইউনাইটেড। ফাইনালের আগে মঙ্গলবার দুঃসংবাদই পেল ম্যানইউ। তাদের ফরাসি স্ট্রাইকার অ্যান্থনি মার্শাল খেলতে পারবেন না। গেল রোববার ফুলহামের বিপক্ষে ইনজুরিতে পড়েছিলেন তিনি। তার মাংসপেশিতে চিড় ধরেছে। সে কারণে তিনি ফাইনালে খেলতে পারবেন না।

অবশ্য এই মৌসুমে ইনজুরি বেশ ভুগিয়েছে মার্শালকে। এবার তিনি ম্যানইউর জার্সি গায়ে প্রিমিয়ার লিগে ২১টি ম্যাচ খেলেন। গোল করেন ৬টি। অ্যাসিস্ট ২টিতে।

আরো পড়ুন:

এ বছর ম্যানইউ লিগ কাপ জিতেছে। এবার তাদের সামনে এফএ কাপ জেতার সুযোগ। সুযোগ ঘরোয়া ডাবল জেতার। কিন্তু তাদের প্রতিপক্ষ ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ী ম্যানচেস্টার সিটি। যারা রিয়াল মাদ্রিদকে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠেছে।

পেপ গার্দিওলার শিষ্যরা যদি ম্যানইউকে হারিয়ে এফএ কাপ জিতে যায় তাহলে ট্রেবল জয়ের সুযোগ থাকবে তাদের সামনে। ছুঁয়ে ফেলতে পারবে ম্যানইউ ১৯৯৯ সালের এক রেকর্ড। সেবার স্যার আলেক্স ফার্গুসনের তত্ত্বাবধানে ট্রেবল জিতেছিল রেড ডেভিলসরা।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়