ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

এবার ম্যানসিটির ঘরে এফএ কাপের ট্রফি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৭, ৪ জুন ২০২৩   আপডেট: ১২:০৩, ৪ জুন ২০২৩
এবার ম্যানসিটির ঘরে এফএ কাপের ট্রফি

চলতি মৌসুমে দ্বিতীয় ট্রফি জিতলো ম্যানচেস্টার সিটি। শনিবার রাতে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে এফএ কাপের শিরোপা জিতে নেয় পেপ গার্দিওয়ালার শিষ্যরা। এর আগে তারা ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জেতে। সামনে চ্যাম্পিয়নস লিগের ট্রফি জিতে ট্রেবল জয়ের হাতছানি সিটির সামনে।

ওয়েম্বলিতে শনিবার রাতে ম্যানইউকে ২-১ গোলে হারায় সিটি। মৌসুমে দ্বিতীয় ট্রফি জয়ের সুযোগ থাকলেও সেটি কাজে লাগাতে পারেনি এরিক টেন হাগের শিষ্যরা। এর আগে তারা লিগ কাপের শিরোপা জিতেছিল।

আরো পড়ুন:

ফাইনালে সিটির হয়ে জোড়া গোল করেন অধিনায়ক ইকলে গুনদোগান। ম্যাচের প্রথম মিনিটেই ম্যানসিটিকে এগিয়ে দেন তিনি। দ্বিতীয় গোলটি দেন বিরতির পর ৫১ মিনিটে। ম্যানইউর হয়ে ম্যাচের ৩৩ মিনিটে পেনাল্টি থেকে একটি গোল শোধ দেন ব্রুনো ফার্নান্দেস।

এই নিয়ে সপ্তমবার এফএ কাপের ট্রফি জিতলো সিটি। ২০১৮-১৯ সালের পর একসঙ্গে ইংলিশ প্রিমিয়ার লিগ ও এফএ কাপের ট্রফি জিতলো স্কাই ব্লুজরা। এদিকে ম্যানইউ রেকর্ড ৯ বার এফএ কাপের ফাইনালে হার মানলো। 

রিয়াদ/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়